ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও তীক্ষ্ণ হতে চলেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নজর। এবার অজিত ডোভালের সহযোগী হচ্ছেন আধাসেনার প্রাক্তন প্রধান। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার অনীশ দয়াল সিংকে সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন এই আইপিএস অফিসারের কাঁধে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব থাকবে বলে জানা গিয়েছে।
১৯৮৮ ব্যাচের আইপিএস অনীশ, মণিপুর ক্যাডারের অফিসার ছিলেন। ৩০ বছর আইবি-র দায়িত্ব পালন করেন তিনি। এরপরে সিআরইপিএফ এবং আইটিবিপি – এই দুই আধাসেনার ডিরেক্টর জেনারেলের পদে দীর্ঘ সময় ছিলেন এই দুঁদে অফিসার। ২০২৪ সালের ডিসেম্বরে অবসর নেন তিনি। সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নতুন ইনিংসে, তাঁর দায়িত্ব সম্পর্কে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার মূল দায়িত্ব থাকবে তাঁরই কাঁধে। জম্মু-কাশ্মীর, নকশাল দমন অভিযান এবং দেশের উত্তর-পূর্বের নিরাপত্তার দিকে বিশেষ নজর থাকবে অনীশ দয়ালের।
সিআরপিএফ-এর প্রধান পদে থাকাকালীন মাওবাদী দমনে বিশেষ সাফল্য অর্জন করেন অনীশ দয়াল। অমিত শাহ ঘোষণা করেছেন, ২০২৬ সালের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত করা হবে। এরপরেই সহকারী নিরাপত্তা উপদেষ্টা পদে অনীশের নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আইবি এবং ‘র’-এর মত অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করাও তাঁরই দায়িত্ব হতে পারে।
ইতিমধ্যেই আরও দু’জন রয়েছেন একই পদে। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার টিভি রবিচন্দ্রন এবং প্রাক্তন আইএফএস অফিসার অবন কাপুর এই পদে দায়িত্ব পালন করছেন। এর সঙ্গে রয়েছেন ‘র’-এর প্রাক্তন প্রধান রাজিন্দর খান্না। তিনি বর্তমানে দেশের অতিরিক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.