Advertisement
Advertisement
Kerala

উদ্বেগ বাড়িয়ে কেরলে ফের ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবার থাবা! তিরুঅনন্তপুরমে মৃত্যু নাবালকের

এবছর এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।

Another died in Kerala suffering from amoebic meningoencephalitis
Published by: Subhodeep Mullick
  • Posted:September 15, 2025 10:45 pm
  • Updated:September 15, 2025 10:45 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবা। সম্প্রতি বিরল এই রোগে আক্রান্ত হয়ে এক নাবালকের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। একের পর এক মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই রাজ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, তিরুঅনন্তপুরমের বাসিন্দা ওই নাবালক সম্প্রতি সেখানকার জনপ্রিয় আক্কুলাম গ্রামে তাঁর বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল। সেখানে একটি সুইমিং পুলে তারা স্নান করতে নামে। ফিরে আসার কিছু দিনের মধ্যেই সে অসুস্থ হয়ে পড়ে। তাঁর মস্তিষ্কে সমক্রমণ হয়। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে খবর। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে সুইমিং পুলটি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি, পরীক্ষার জন্য জলের নমুনাও সংগ্রহ করা হয়েছে। হিসাব বলছে, কেরলে এবছর এখনও পর্যন্ত মোট ৬৭ জন বিরল এই রোগে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। 

অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস ঠিক কেমন রোগ? এক ধরনের অ্যামিবা জলে থাকে। নাকের মাধ্যমে তা দেহে প্রবেশ করে। আঘাত করে সরাসরি মস্তিষ্কে। সেখানেই দ্রুত বংশবিস্তার করে। তাদের খাদ্য হয়ে ওঠে মস্তিষ্কের বিভিন্ন টিস্যু। তবে এই রোগ মানুষ থেকে মানুষে ছড়ায় না। অর্থাৎ সংক্রামক নয়। কিন্তু এই অসুখের সবচেয়ে খারাপ দিক হল, এখনও পর্যন্ত এর কোনও চিকিৎসা জানা নেই মানুষের। এছাড়াও রোগ দ্রুত ছড়ানোয় চিকিৎসারও সময় মেলে না। এই নাবালকের ক্ষেত্রে তেমনটাই ঘটেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ