Advertisement
Advertisement
Kota

কোটায় তরুণ পড়ুয়ার রহস্যমৃত্যু! পিজির ঘরে মিলল দেহ, চাঞ্চল্য তুঙ্গে

দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্তে পুলিশ।

Another student death in Kota

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:October 2, 2025 3:28 pm
  • Updated:October 2, 2025 3:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের কোটায় ফের পড়ুয়ার মৃত্যু! পিজির রুম থেকে উদ্ধার ছাত্রের দেহ। পুলিশের অনুমান, পড়ুয়া আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এই চরম সিদ্ধান্ত নিলেন ওই ছাত্র তা জানা যায়নি। মেলেনি কোনও নোট। পড়ুয়ার মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

মৃত পড়ুয়ার নাম লাকি চৌধুরি। বয়স ২০ বছর। পড়ুয়া দিল্লির বাসিন্দা। এক বছর আগে তিনি কোটার বিজ্ঞাননগর থানা এলাকার একটি কোচিং সেন্টারে ভর্তি হন। থাকছিলেন এলাকার একটি পিজিতে। পড়াশোনা ঠিকই চলছিল বলেই জানা গিয়েছে।

বুধবার সন্ধ্যার আগে থেকেই লাকির সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। বন্ধুরাও ফোন করেও তাঁকে পাননি বলে জানাচ্ছেন তাঁরা। ঘরে ডাকতে গেলে গেট ভিতর থেকে বন্ধ ছিল। এরপরই খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে দরজা ভাঙতেই পড়ুয়ার দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারকে। তাঁরা পৌঁছলেই দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। কী কারণে পড়ুয়া চরম পথ বাছলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

কোটায় ছাত্রমৃত্যু নতুন কোনও ঘটনা নয়। বহুবার এই ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে অনেকে আত্মঘাতী হয়েছেন। সেই প্রবণতা রুখতে সমস্ত হস্টেলগুলিকে একাধিক ব্যবস্থা নেওয়া কথা বলেছে স্থানীয় প্রশাসন। গত বছরে পড়ুয়ার মৃত্যুর সংখ্যা অনেকটা থাকলেও তুলনামূলকভাবে কমেছিল। কিন্তু চলতি বছরে ফের বাড়ছে মৃত্যুর সংখ্যা। যা চিন্তায় রেখেছে স্থানীয় প্রশাসন থেকে কোচিং সেন্টারগুলিকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ