সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত বিরোধী কার্যকলাপে দোষীদের কড়া শাস্তি দিতে হবে। দরকার পড়লে তাদের দেশ থেকে বের করে দেওয়ার মতো সিদ্ধান্তও নিতে হবে সরকারকে। ইংল্যান্ডের (UK) মাটিতে খলিস্তানি (Khalistan) কার্যকলাপ আটকাতে এমন পদক্ষেপের পরামর্শ দিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। দিল্লির এই বৈঠকের পরেই জানা গিয়েছে, ভারত বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলেছেন ডোভাল।
প্রসঙ্গত, মার্চ মাসেই ব্রিটেনের ভারতীয় দূতাবাসে তাণ্ডব চালিয়েছিল খলিস্তানিরা। জাতীয় পতাকা খুলে ফেলে দূতাবাসে টাঙিয়ে দেওয়া হয় খলিস্তানিদের হলুদ পতাকা। তারপর থেকেই সেদেশে লাফিয়ে বেড়েছে খলিস্তানি কার্যকলাপ। সেদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীর উদ্দেশ্য় আক্রমণাত্মক মন্তব্য করেছে ব্রিটেনের খলিস্তানিরা। শনিবারই ভারতের হাই কমিশনের সামনে বিক্ষোভ মিছিলের ডাকও দিয়েছে তারা। এই পরিস্থিতিতেই বৈঠকে বসেছেন অজিত ডোভাল ও টিম বারো।
দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হন এক সরকারি আধিকারিক। তিনি বলেন, “ভারত বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে ব্রিটিশ সরকারকে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাফ জানিয়েছেন, প্রয়োজন পড়লে দেশ থেকে অপরাধীদের বের করে দেওয়ার মতো কড়া শাস্তি দেওয়া যেতে পারে। কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে ভারত খুবই চিন্তিত। আগেও ব্রিটিশ আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। কিন্তু আজকের বৈঠকে কড়াভাবেই বার্তা দিয়েছেন অজিত ডোভাল।”
তবে বৃহস্পতিবার ব্রিটেনের বিদেশ সচিব জেমস ক্লেভারলি আশ্বাস দিয়েছেন, ভারতীয় কূটনীতিকদের উপর হামলা একেবারে মেনে নেওয়া হবে না। শনিবার ভারতীয় হাই কমিশনের সামনে খলিস্তানিদের বিক্ষোভ সামাল দেওয়াটাই আপাতত ব্রিটিশ সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। তবে বৈঠকের পরে ব্রিটিশ নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, গণতান্ত্রিক দুনিয়ায় হিংসাত্মক আচরণের কোনও জায়গা নেই। তবে ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ কীভাবে সামলাবে প্রশাসন, সেদিকে নজর থাকবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.