সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে অভিযানে এনআইএ। সূত্রের খবর, খলিস্তানি জঙ্গিদের খোঁজে পাঞ্জাবের ৯টি, হরিয়ানার ৭টি এবং উত্তরপ্রদেশের মোট ২টি জায়গায় চলছে তল্লাশি। এনআইএ-র সঙ্গে রয়েছে রাজ্য পুলিশের আধিকারিকরাও।
গত বছর ২৩ ডিসেম্বর পাঞ্জাবের গুরুদাসপুর জেলা থেকে যতীন্দ্র সিং নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করে এনআইএ। সে বব্বর খালসা সন্ত্রাসবাদী সংগঠনের অন্যতম নেতা ছিল। তাকে জেরা করেই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে গোয়েন্দাদের। তদন্তে জানা যায়, মধ্যপ্রদেশ থেকে সে পাঞ্জাবের বিভিন্ন গ্যাংস্টারদের আগ্নেয়ান্ত্র সরবরাহ করত। তাছাড়া জঙ্গিনেতা লক্ষবীর সিং ওরফে লান্ডার অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিল যতীন্দ্র। শুধু তাই নয়, পাঞ্জাবে জঙ্গি কার্যকলাপ তরান্বিত করতেও সে কাজ করছিল বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, মধ্যপ্রদেশে বলজিৎ সিং ওরফে রানা ভাই নামে এক অস্ত্র সরবরাহকারীর সাহায্যে যতীন্দ্র পাঞ্জাব-সহ বিভিন্ন জায়গায় অস্ত্র সরবরাহ করত। ইতিমধ্যেই বলজিৎকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। চার্জশিটও দেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে। গোটা এই চক্রে আর কে কে জড়িত রয়েছে বর্তমানে সেটাই তদন্ত করে দেখছেন গোয়েন্দারা। পাশাপাশি, এই চক্রে জঙ্গিনেতা লক্ষবীর সিং-এর কী ভূমিকা ছিল তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই সূত্রেই এবং কিছু খলিস্তানি জঙ্গিদের খোঁজে বৃহস্পতিবার অভিযানে নেমেছে এনআইএ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.