সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্কের কোপে নাজেহাল বিশ্ব। আমেরিকায় আমদানি হওয়া পণ্যে ১০ শতাংশ শুল্ক কার্যকর হয়ে গিয়েছে গত ৫ এপ্রিল। তবে এই শুল্ক লাগু হওয়ার আগেই মার্চের শেষ সপ্তাহে তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছিল মার্কিন সংস্থা অ্যাপেল। দাম বৃদ্ধির আশঙ্কায় ভারতে তৈরি হওয়া আইফোন ৫টি বিমানে বোঝাই করে নিয়ে গিয়েছে সংস্থাটি। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে অ্যাপেলের এক শীর্ষ আধিকারিক।
মার্কিন সংস্থা হলেও ভারত ও চিনের মতো দেশেও ম্যানুফেকচারিং কারখানা রয়েছে অ্যাপেলের। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মার্চ মাসের শেষ সপ্তাহে মাত্র ৩ দিনের মধ্যে এই সংস্থার আইফোন-সহ অন্যান্য বহু গ্যাজেট ৫টি বিমানে বোঝাই করে নিয়ে যায় অ্যাপেল। ওই ঊর্ধ্বতন কর্তার দাবি অনুযায়ী, ৫ এপ্রিল থেকে কার্যকর হবে ১০ শতাংশ হারে পারস্পরিক শুল্ক। তাই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি এড়াতে তড়িঘড়ি এইসব পণ্য আমেরিকাতে নিয়ে যাওয়া হয়। বাদ যায়নি চিনের ম্যানুফেকচারিং কারখানাগুলি সেখান থেকেও বিপুল পরিমাণ পণ্য বিমানে করে নিয়ে যাওয়া হয় আমেরিকায়।
জানা যাচ্ছে, বছরের এই সময়টাতে পণ্য পরিবহণের পরিমাণ কিছুটা ধীর থাকে সেখানে অ্যাপেলের এই পদক্ষেপ যে সাধারণ পরিবহণ নয় তা একেবারেই স্পষ্ট। তবে ট্রাম্প শুল্ক চাপালেও আপাতত ভারত বা অন্যান্য দেশের বাজারগুলিতে অ্যাপেলের পণ্যের উপর মূল্যবৃদ্ধির তেমন সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। যা আইফোন ব্যবহারকারীদের জন্য কিছুটা স্বস্তির বলাই যায়। যদিও বিভিন্ন দেশের কারখানা থেকে এভাবে আমেরিকাতে পণ্য নিয়ে যাওয়ার ঘটনা আইফোনের দামের উপর কতখানি প্রভাব ফেলবে তা খতিয়ে দেখবে সংস্থা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.