Advertisement
Advertisement

আচমকা বিজেপি অফিসে অর্জুন রামপাল, কারণ কী?

অর্জুনের বিজেপি অফিসে আগমন কেবলই যেমন-তেমন আগমন নয়!

Arjun Rampal visits BJP office, says here for showing support
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 10, 2017 3:42 pm
  • Updated:August 17, 2021 2:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় মনে হয় আর ভাল লাগছে না অভিনেতা অর্জুন রামপালের৷ এবার মনে হয় পাকাপাকিভাবে রাজনীতিতেই হাত পাকাতে চাইছেন তিনি৷ আর সেই কারণেই মনে হয় বিজেপি অফিসে পৌঁছে গেলেন অভিনেতা৷

Advertisement

মঙ্গলবার আচমকাই বিজেপি অফিসে পৌঁছে গেলেন অর্জুন রামপাল৷ বিজেপি অফিসে অভিনেতার আচমকা অাবির্ভাবকে কেন্দ্র করে বলিউডে কানাঘুষো শুরু হয়ে গিয়েছে৷ অভিনেতা পাকাপাকিভাবে রাজনীতিতে যোগ দিতে চলেছেন কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন৷ যদিও এখনই রাজনীতিতে যোগ দিচ্ছেন না বলেই জানিয়েছেন ‘রক অন’ অভিনেতা৷ সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, “আমি রাজনীতিবিদ নই, এখানে রাজনীতির জন্যও আসিনি৷ আমি শুধু কেমনভাবে দলের প্রতি নিজের সমর্থন বজায় রাখতে পারব, তা জানতে এখানে এসেছি৷”

অর্জুনের বিজেপি অফিসে আগমন কেবলই যেমন-তেমন আগমন যে নয়, তা যেন ধরেই নিয়েছে বলিউড৷ বলিউডে কান পাতলে তাই এখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, “তবে কি রাজনীতিতেই পাকাপাকিভাবে যোগ দিতে চলেছেন অর্জুন?”

সেনায় দুর্নীতি, জওয়ানের অভিযোগে তদন্তের নির্দেশ রাজনাথের

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement