Advertisement
Advertisement
Upendra Dwivedi

‘গুরুদক্ষিণায় চাই পাক অধিকৃত কাশ্মীর’, সেনাপ্রধানকে গুরুর আদেশ, নতুন অভিযান আসন্ন?

শিষ্যকে লঙ্কাজয়ের মন্ত্র দিয়েছেন জগদ্গুরু রামভদ্রাচার্য।

Army Chief Upendra Dwivedi got request to bring back PoK
Published by: Anwesha Adhikary
  • Posted:May 29, 2025 2:53 pm
  • Updated:May 29, 2025 2:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুদক্ষিণা হিসাবে পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনতে হবে। চিফ অফ আর্মি স্টাফ উপেন্দ্র দ্বিবেদীর কাছে এমন গুরুদক্ষিণাই চাইলেন আধ্যাত্মিক গুরু জগদ্গুরু রামভদ্রাচার্য। বুধবার তাঁর আশ্রমে গিয়েছিলেন সেনাপ্রধান। তখনই শিষ্যের কাছে এমন গুরুদক্ষিণা চাইলেন রামভদ্রাচার্য।

অপারেশন সিঁদুরের সাফল্যের পরে বুধবার মধ্যপ্রদেশের চিত্রকূটে গুরুর আশ্রমে ছুটে গিয়েছিলেন সেনাপ্রধান। গুরুর আশীর্বাদ প্রার্থনা করেন। শিষ্যকে কাছে পেয়ে বিশেষ মন্ত্র দিয়েছেন গুরু রামভদ্রাচার্যও। বৃহস্পতিবার সেই সাক্ষাতের ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘শ্রী তুলসী পীঠ চিত্রকূট ধামে আজ সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এসেছিলেন। আশ্রমের সাধু এবং পড়ুয়াদের কাছে ভারতীয় সেনার বীরত্বের কথা তুলে ধরেছেন। আমরা সেনাকে স্যালুট জানাই।”

সেনাপ্রধানের সঙ্গে কী কথা হল? সেই প্রশ্নের উত্তরে রামভদ্রাচার্য বলেন, “সেনাপ্রধান আমার কাছে এসেছিলেন। আমি তাঁকে রামের মন্ত্র দিয়েছি। মা সীতার থেকে যে মন্ত্র নিয়ে লঙ্কা জয় করেছিলেন হনুমান, সেই মন্ত্রই সেনাপ্রধানকে দিয়েছি। তারপর যখন গুরুদক্ষিণার কথা উঠল, তখন আমি বললাম যে এমন দক্ষিণা চাইব যা কোনওদিন কোনও শিক্ষক চাননি। আমি পাক অধিকৃত কাশ্মীর চাইব গুরুদক্ষিণা হিসাবে। উনি আমার অনুরোধ গ্রহণ করেছেন। পাকিস্তানকে এবার আমরা যোগ্য জবাব দেব।”

প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর থেকেই বারবার সুর নরম করে ভারতের সঙ্গে আলোচনায় বসার বার্তা দিয়েছে পাকিস্তান। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানান, সন্ত্রাসদমন এবং পাক অধিকৃত কাশ্মীর ফেরানো ছাড়া আর কোনও কিছু নিয়েই পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে না। এহেন পরিস্থিতিতে সেনাপ্রধানের গুরুদক্ষিণার বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। গুরুর পছন্দের দক্ষিণা দিতে কি এবার পাক অধিকৃত কাশ্মীর দখলের অভিযান শুরু করবে সেনা?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement