সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৪৯ সালের ১৫ জানুয়ারি ভারতের শেষ ব্রিটিশ কমান্ডার স্যার ফ্রান্সিস বুচারের কাছ থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রথম প্রধান হিসেবে দায়িত্ব নেন ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা। সেই ঘটনাকে স্মরণ করেই দেশজুড়ে পালিত হয় সেনা দিবস (Army Day)। বিশেষ এই দিনে গালওয়ান উপত্যকার সংঘর্ষ-সহ একাধিক লড়াইয়ে শহিদ হওয়া ১০০ জন বীর সৈনিকদের শ্রদ্ধা জানাল ভারতীয় সেনা (Indian Army)। কুয়াশা ঘেরা দিল্লিতে শ্রদ্ধা জানান সেনাপ্রধান এম এম নারাভানে, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া, নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।
On , Indian Army pays homage to the 100 soldiers and officers who sacrificed their lives in 2020 in different operations including the Galwan valley clash in Eastern Ladakh.
Advertisement— ANI (@ANI)
Delhi: On , CDS General Bipin Rawat, Army Chief General MM Naravane, IAF Chief Air Chief Marshal RKS Bhadauria, and Navy Chief Admiral Karambir Singh pay tributes at National War Memorial.
— ANI (@ANI)
এদিকে সেনা দিবসে দেশের বীর জওয়ানদের কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। টুইটারে লেখেন, “মা ভারতীর রক্ষার জন্য সর্বদা সজাগ থাকা দেশের বীর সৈনিকদের এবং তাঁদের পরিবারের সদস্যদের আন্তরিক অভিনন্দন। আমাদের সেনাবাহিনী পরাক্রমী, সাহসী আর দৃঢ়প্রতিজ্ঞ। তাঁরা সবসময় দেশের সম্মান বাড়িয়েছেন। সমস্ত দেশবাসী ও ভারতীয় সেনাবাহিনীকে আমার প্রণাম।”
मां भारती की रक्षा में पल-पल मुस्तैद देश के पराक्रमी सैनिकों और उनके परिजनों को सेना दिवस की हार्दिक बधाई। हमारी सेना सशक्त, साहसी और संकल्पबद्ध है, जिसने हमेशा देश का सिर गर्व से ऊंचा किया है। समस्त देशवासियों की ओर से भारतीय सेना को मेरा नमन।
— Narendra Modi (@narendramodi)
সেনা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও (Ram Nath Kovind)। তিনি লেখেন, “সেনা দিবসে ভারতীয় সেনার বীর পুরুষ ও নারীদের অভিনন্দন। দেশের জন্য যাঁরা বলিদান দিয়েছেন সবসময় আমাদের স্মরণে থাকবেন। সাহসী ও নিষ্ঠাবান সৈনিক এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি ভারতবর্ষ সর্বদা কৃতজ্ঞ থাকবে। জয় হিন্দ!”
On Army Day, greetings to the valiant men and women of the Indian Army.
We remember the bravehearts who made the supreme sacrifice in service to the nation.
India will remain forever grateful to courageous and committed soldiers, veterans and their families.
Jai Hind!🇮🇳
— President of India (@rashtrapatibhvn)
সেনা দিবসের সকালে জওয়ানদের সঙ্গে ভলিবল খেলেন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। টুইট করেছেন সেই ভিডিও। এদিকে, ২,২৫৬ দেশলাই কাঠি দিয়ে ভারতীয় সেনার ট্যাঙ্ক তৈরি করেন ওড়িশার শিল্পী শাশ্বত রঞ্জন সাহু। এভাবেই গোটা দেশের নাগরিক সম্মান জানিয়েছেন দেশের সৈনিকদের।
Had the pleasure of meeting some of our bravehearts today to flag off a marathon on the occasion of and what better way to warm up than a quick game of volleyball 😁
— Akshay Kumar (@akshaykumar)
ओडिशा: पुरी के कलाकार शाश्वत रंजन साहू ने माचिस की तीलियों से भारतीय सेना का टैंक बनाया। उन्होंने बताया, “इसे बनाने में मुझे 6 दिन लगे। इसमें 2,256 माचिस की तीलियों का उपयोग किया गया है। मैंने इसे भारतीय सेना का अभिनंदन करने के लिए बनाया है। इसकी ऊंचाई 9 इंच और चौड़ाई 8 इंच है।”
— ANI_HindiNews (@AHindinews)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.