Advertisement
Advertisement
Meerut

যোগীরাজ্যের টোল প্লাজায় সেনা জওয়ানকে বেঁধে মার! ভিডিও ভাইরাল হতেই গ্রেপ্তার ৪ কর্মী

হামলাকারীরা সকলেই ওই টোল প্লাজার কর্মী বলে জানা গিয়েছে।

Army jawan beaten by toll plaza workers in Meerut
Published by: Amit Kumar Das
  • Posted:August 18, 2025 12:47 pm
  • Updated:August 18, 2025 12:47 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিছমোড়া করে বাঁধা হয়েছে সেনা জওয়ানকে। ওই অবস্থায় তাঁকে ঘিরে ধরে এলোপাথাড়ি মারছে কয়েকজন যুবক। উত্তরপ্রদেশের মিরাটের এক টোলপ্লাজায় ঘটা এহেন ভিডিও সামনে আসতেই নড়েচড়ে বসল প্রশাসন। হামলাকারীরা সকলেই ওই টোল প্লাজার কর্মী বলে জানা গিয়েছে।

Advertisement

জানা যাচ্ছে, এই ঘটনা ঘটেছে গত রবিবার উত্তরপ্রদেশের মিরাটের সারুরপুর থানার অন্তর্গত ভুনি টোল প্লাজায়। নির্যাতিত ওই জওয়ানের নাম কপিল। তিনি জম্মু ও কাশ্মীরে কর্মরত। নিজের গ্রাম থেকে দিল্লির উদ্দেশে যাচ্ছিলেন তিনি। পথে কর্নাল জাতীয় সড়কের উপর ওই টোল প্লাজায় ব্যাপক ট্রাফিক জ্যাম ও টোল ফি নিয়ে সেখানকার কর্মীদের সঙ্গে তাঁর বচসা হয়। যার জেরে ওই জওয়ানকে সদলবলে আক্রমণ করে সেখানকার কর্মী। পিছমোড়া করে তাঁকে বেঁধে ফেলা হয় সেখানেই। এরপর শুরু হয় মার।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক কপিলকে মোটা লাঠি দিয়ে বেধড়ক মারছেন। ওই অবস্থায় আর একজন ইট তুলেছেন তাঁকে মারার জন্য। ভয়াবহ সেই ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে যায়। টোল প্লাজা কর্মীদের এহেন দৌরাত্ম ও গুন্ডাগিরির বিরুদ্ধে সরব হন নেটিজেনরা। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ওঠে। এরপরই তৎপর হয় যোগীর পুলিশ। কপিলের পরিবার অভিযোগ জানায় সংশ্লিষ্ট থানায়। সেই মতো ময়দানে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেপ্তার করা হয় ৪ কর্মীকে। ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের শনাক্তকরণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ