Advertisement
Advertisement

Breaking News

Jammu and kashmir

কাশ্মীর থেকে গ্রেপ্তার ৪ সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার

সোমবার ৫ লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করেছিল সেনা।

Army nabs four suspects in Jammu Kashmir। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 26, 2023 3:10 pm
  • Updated:September 26, 2023 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীর থেকে ৪ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করল সেনা ও কাশ্মীর পুলিশ। যৌথবাহিনী ও গোয়েন্দা সংস্থার অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্রশস্ত্র। এমনই খবর সেনা সূত্রে। 

Advertisement

জানা গিয়েছে, বদগাম জেলার বিরওয়া এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। তার পরই ওই চার সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি পিস্তল ও যুদ্ধের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

[আরও পড়ুন: মসজিদে ঢুকে জয় শ্রীরাম ধ্বনি! কর্নাটকে গ্রেপ্তার ২]

গতকালই জম্মু ও কাশ্মীরে (Jammu and kashmir) বড় সাফল্য পেয়েছিল সেনাবাহিনী। কুলগাম জেলা থেকে গ্রেপ্তার করা হয় পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবার ৫ জঙ্গিকে। ধ্বংস করে দেওয়া হয় দুটি টেরর মডিউলও।

কুলগামের ওই লস্কর জঙ্গিদের কাছ থেকেও প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে ছিল দুটি পিস্তল, তিনটি হ্যান্ড গ্রেনেড, একটি ইউবিজিএল গ্রেনেড লঞ্চার, দুটি পিস্তলের ম্যাগাজিন, একে-৪৭-এর গুলি। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সেনা অভিযানের সপ্তম দিনে লস্কর কমান্ডার উজের খানকে খতম করেছিল যৌথবাহিনী।

[আরও পড়ুন: ২৬/১১ হামলার অন্যতম চক্রী তাহাউর রানার বিরুদ্ধে চার্জশিট মুম্বই পুলিশের]

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে লাগাতার সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে আইএসআই। পালটা অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandit) হত্যাকারীদের খতম করে জেহাদিদের কোমর ভেঙে দিয়েছে সেনাবাহিনী। নয়াদিল্লিও স্পষ্ট জানিয়ে দিয়েছে, কাশ্মীর সমস্যা দ্বিপাক্ষিক ইস্যু এতে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement