Advertisement
Advertisement
Ladakh

পর্বতারোহণে বিপর্যয়! লাদাখে মৃত দক্ষিণ কোরিয়ার অভিযাত্রী, সঙ্গীকে উদ্ধার করল সেনা

১৭ হাজার ফুট উচ্চতা থেকে আহত অভিযাত্রীদের উদ্ধার করে সেনার বিশেষ বাহিনীর হেলিকপ্টার

Army Rescues 2 South Korean Mountaineers In Ladakh; 1 Dies

৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। লাদাখে উদ্ধার অভিযানে সেনার কপ্টার।

Published by: Rakes Kanjilal
  • Posted:September 5, 2025 8:09 pm
  • Updated:September 5, 2025 8:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাদাখের পর্বতশৃঙ্গ থেকে দুই মুমূর্ষু দক্ষিণ কোরিয়ান অভিযাত্রীকে উদ্ধার করল ভারতীয় সেনা। চিকিৎসার সময় ১ জনের মৃত্যু হয়েছে বলেই শুক্রবার সেনা আধিকারিকরা জানিয়েছেন। বৃহস্পতিবার লাদাখের একটি পাহাড়ে অভিযানের সময় দক্ষিণ কোরিয়ান দুই অভিযাত্রী কোঙ্গামারুলার কাছে পড়ে গিয়ে গুরুতর আহত হন। ভারতীয় সেনার বিশেষ বাহিনী অভিযান চালিয়ে হেলিকপ্টারে দুই বিদেশী অভিযাত্রীকে ১৭ হাজার ফুট উচ্চতা থেকে উদ্ধার করে।

Advertisement

এরপরই গুরুতর আহত অবস্থায় দুই অভিযাত্রীকে লেহর সোনাম নরবু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার সময় এক দক্ষিণ কোরিয়ান অভিযাত্রী মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভারতীয় সেনার তরফে মৃতের পরিবারকে এক্স হ্যান্ডেলে সমবেদনা জানানো হয়েছে। অন্য অভিযাত্রীর অবস্থা আপাতত স্থিতিশীল বলেই সূত্রের খবর।

প্রসঙ্গত, লেহ-লাদাখের পাহাড়গুলিতে প্রায়ই এই ধরণের দুর্ঘটনা ঘটে থাকে। দুর্গত অভিযাত্রীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে সবসময়ই ভারতীয় সেনা তৎপর থাকে। অত্যাধুনিক যন্ত্রপাতি ও হেলিকপ্টারের দ্বারা অভিযাত্রীকে উদ্ধার করে যত শীঘ্র সম্ভব নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেন সেনাকর্তারা। গত সপ্তাহেও লাদাখের মাউন্ট নান-এ ঘটে গিয়েছে এক মর্মান্তিক দুর্ঘটনা। তীব্র তুষারপাতের ফলে কমল মণ্ডল নামে দক্ষিণ-পূর্ব রেলের এক আধিকারিকের মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ