সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন সফরে গিয়ে বিশেষ উপহার পেলেন রাহুল গান্ধী। চারকোল ও জল রংয়ের সংমিশ্রণে হাতে আঁকা সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) ছবি তুলে দেওয়া হল রাহুলের হাতে। শিল্পী সরিতা পান্ডে সেই ছবি টুইট করে লিখলেন, “এক মায়ের তরফে আরেক মাকে উপহার।” এদিকে রাহুলের মার্কিন সফরকে কটাক্ষ করেছেন অমিত শাহ (Amit Shah)। তাঁর খোঁচা, “দেশের তপ্ত আবহাওয়া সহ্য করতে না পেরে গরমে ছুটিতে আমেরিকায় বেড়াতে গিয়েছেন রাহুল বাবা।”
১০ দিনের সফরে আমেরিকায় গিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এই সফরের মাঝেই উপহার পেয়েছেন শিল্পী সরিতা পান্ডের হাতে আঁকা সোনিয়া গান্ধীর ছবি। মানবাধিকার কর্মী সরিতাদেবী মিডিয়ার সঙ্গেও যুক্ত। আঁকাআঁকি করতেও ভালবাসেন। নিজে হাতে চারকোল ও জল রং মিশিয়ে এঁকে ফেলেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতির ছবি। আর সেই উপহার তুলে দিয়েছেন সোনিয়াপুত্রর হাতে। সেই মুহূর্তের ছবি নিজেই টুইট করেছেন। সঙ্গে লিখেছেন মন ভাল করার বার্তারও।
সরিতা পান্ডে টুইটারে লিখেছেন, “গত সপ্তাহে রাহুল গান্ধীর ওয়াশিংটন সফরে ওঁর হাতে সোনিয়া গান্ধী ছবি তুলে দিয়েছি। সেই সময় ওঁকে বলেছিলাম, এক মায়ের থেকে আরেক মাকে উপহার। মায়ের হাতে উপহারটি তুলে দিতে বলেছি ওঁকে। ও কথা দিয়েছে, সোনিয়া গান্ধীর হাতে উপহার তুলে দেবেন।” ইতিমধ্যে এই টুইটটি ভাইরাল হয়েছে। ৪৪ লক্ষ ১০ হাজার ভিউ হয়েছে টুইটটি। লাইক করেছেন পাঁচ হাজার জন।
Gifted a super-quick charcoal + watercolor painting of Sonia Gandhi Ji when he was visiting Washington, DC, last week. As I handed it to him, I said, “From one mother to another,” and he said he will pass it to her. I hope he does. ❤️
— Sarita Pandey (@saritapandey)
বিদেশ সফরে রাহুল গান্ধী যতই ভালবাসা পান না কেন, তাঁকে কটাক্ষ করতে পিছপা হচ্ছে না বিজেপি। গুজরাটের এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাহুলের আমেরিকা সফরকে খোঁচা দিয়েছেন অমিত শাহ। তাঁর কথায়, কোনও দেশপ্রেমিক বিদেশে গিয়ে দেশের রাজনীতি নিয়ে আলোচনা করতে পারে না। কিন্তু কংগ্রেস ক্রমাগত দেশবিরোধী কথা বলেই চলেছে। গরম সহ্য করতে না পেরে গরমের ছুটিতে আমেরিকায় বেড়াতে গিয়েছেন রাহুল বাবা। সেখা গিয়ে দেশের নিন্দা করছেন। আমি রাহুল বাবাকে পরামর্শ দেব, নিজের পূর্বসূরিদের কাছ থেকে কিছু শিখুন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.