ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর আক্রমণের নিন্দা করলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এক্স হ্যান্ডেলের পোস্টে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, গণতান্ত্রিক পদ্ধতিতে বিরুদ্ধ মত থাকবে। কিন্তু সেখানে হিংসার কোনও স্থান নেই। দিল্লি পুলিশের উপর আস্থা প্রকাশ করেন তিনি। কেজরিওয়াল লেখেন, ‘আমার বিশ্বাস দিল্লি পুলিস দ্রুত ব্যবস্থা নেবে। আমি আশা করব মুখ্যমন্ত্রী নিরাপদে আছেন এবং সুস্থ আছেন।’
दिल्ली की मुख्यमंत्री रेखा गुप्ता पर हुआ हमला बेहद निंदनीय है। लोकतांत्रिक व्यवस्था में विचारों का मतभेद और विरोध स्वीकार्य है, लेकिन हिंसा के लिए कोई स्थान नहीं हो सकता।
Advertisementमुझे विश्वास है कि दिल्ली पुलिस उचित कार्रवाई करेगी। आशा है कि मुख्यमंत्री पूरी तरह सुरक्षित और स्वस्थ हों।
— Arvind Kejriwal (@ArvindKejriwal)
দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্যকে সমর্থন করে আপ নেত্রী অতীশী এই আক্রমণের নিন্দা করেছেন। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর আক্রমণ নিন্দনীয়। গণতন্ত্রে বিরোধীতা এবং মতপার্থক্য থাকবে কিন্তু হিংসার স্থান নেই।’
दिल्ली की मुख्यमंत्री रेखा गुप्ता पर हुआ हमला बेहद निंदनीय है। लोकतंत्र में असहमति और विरोध की जगह होती है, लेकिन हिंसा के लिए कोई जगह नहीं है।
उम्मीद है कि दिल्ली पुलिस दोषियों पर कड़ी से कड़ी कार्रवाई करेगी। आशा है मुख्यमंत्री पूरी तरह सुरक्षित हैं।
— Atishi (@AtishiAAP)
নিজের বাসভবনেই আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। ‘জন শুনানি’ চলাকালীন এই হামলা হয় বলেই দাবি। বছর পঁয়তিরিশের এক ব্যক্তি এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে। যদিও নিরাপত্তায় থাকা কর্মীরাই হাতেনাতে তাঁকে ধরে ফেলেন।
রাজকোটের বাসিন্দা অভিযুক্ত রাজেশ সাকারিয়ার মা ভানুর দাবি, রাজেশ কুকুরপ্রেমী। সম্প্রতি সুপ্রিম কোর্ট দিল্লির পথকুকুর নিয়ে যে রায় দিয়েছে তা নাকি একেবারেই পছন্দ ছিল না তাঁর। তাঁর কথায়, “রায়টা একেবারেই পছন্দ ছিল না ওর। এরপরই দিল্লির উদ্দেশে বেরিয়ে পড়ে। তারপরে আমরা আর কিছু জানি না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.