Advertisement
Advertisement
Ramesh Bidhuri

রমেশ বিদুরিই দিল্লিতে বিজেপির ‘মুখ্যমন্ত্রীর মুখ’! দাবি অরবিন্দ কেজরিওয়ালের

সম্প্রতি কুমন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছে বিদুরিকে।

Arvind Kejriwal claimed BJP will soon announce Ramesh Bidhuri as party's chief ministerial candidate
Published by: Biswadip Dey
  • Posted:January 11, 2025 7:27 pm
  • Updated:January 11, 2025 7:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিগগিরি দিল্লিতে তাদের ‘মুখ্যমন্ত্রীর মুখ’ ঘোষণা করবে বিজেপি। এমনই দাবি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। তাঁকে আগাম অভিনন্দন জানিয়ে খোঁচা দিলেন তিনি।

Advertisement

এদিন সাংবাদিক সম্মেলনে কেজরিকে বলতে শোনা গেল, ”দিল্লির নির্বাচন সামনেই। আমরা খবর পাচ্ছি রমেশ বিদুরিকেই বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করবে আর এক থেকে দুদিনের মধ্যেই। আমি বিদুরিকে অভিনন্দন জানাতে চাই মুখ্যমন্ত্রীর মুখ হওয়ার জন্য।” বলাই বাহুল্য, তিনি খোঁচাই দিয়েছেন বিদুরিকে। কেননা এরপরই তাঁকে বলতে শোনা যায়, ”বিদুরি দিল্লির মানুষকে বলুন তিনি সাংসদ হিসেবে ১০ বছরে কী কী কাজ করেছেন। দিল্লি নিয়ে তাঁর পরিকল্পনা এবং কীভাবে মানুষের সংকট তিনি দূর করবেন তাও জানিয়ে দেওয়া উচিত তাঁর।”

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী অতিশীর বিরুদ্ধে কালকাজি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে হেভিওয়েট নেত্রী অলকা লম্বাকে। ওই কেন্দ্রেই বিজেপির প্রার্থী সংসদে ঘৃণাভাষণ দেওয়ার অভিযোগে দুষ্ট রমেশ বিদুরী। ২০২৪ পর্যন্ত রমেশ দক্ষিণ দিল্লির সাংসদ ছিলেন। সংখ্যালঘু সাংসদ দানিশ আলিকে নিয়ে বিতর্কিত মন্তব্য না করলে হয়তো এবারও টিকিট পেতেন। এবার ওই হেভিওয়েট নেতা লড়বেন অতিশীর বিরুদ্ধে।

সম্প্রতি কুমন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছে তাঁকে। ওয়ানড়ের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে উদ্দেশ করে তিনি মন্তব্য করেন, বিধানসভা নির্বাচনে জিতলে প্রিয়াঙ্কার গালের মতো চকচকে রাস্তা বানিয়ে দেবেন। এর ঠিক পর রোহিণীতে এক নির্বাচনী সভায় ভাষণ দিতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে নিশানায় নেন তিনি। বলেন, “অতিশী মারলেনা তো নিজের বাবা বদলে ফেলেছেন। আগে উনি মারলেনা ছিলেন, এখন উনি সিং হয়েছেন। এটাই এঁদের চরিত্র।” এখানেই থামেননি বিধুরি। সভামঞ্চে চিৎকার করে অতিশীর বাবা-মাকেও নিশানা করতে দেখা গিয়েছে তাঁকে। এখন দেখার সেই নেতাকে সত্যিই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে কিনা বিজেপি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement