Advertisement
Advertisement
Arvind Kejriwal

দিল্লির নির্বাচনে ‘একলা চলো’ নীতিই নিচ্ছে আপ, কং জোটের গুঞ্জন উড়িয়ে ঘোষণা কেজরির

'কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার কোনও সম্ভাবনাই নেই', দাবি আপ সুপ্রিমোর।

Arvind Kejriwal says 'no possibility of alliance' with Congress for Delhi polls
Published by: Biswadip Dey
  • Posted:December 11, 2024 11:04 am
  • Updated:December 11, 2024 1:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষণা তিনি আগেই করে দিয়েছিলেন। জানিয়েছিলেন, ২০২৫ সালে দিল্লির বিধানসভা নির্বাচনে একাই লড়বে আম আদমি পার্টি। ইন্ডিয়া তথা কংগ্রেসের সঙ্গে জোটের কোনও সম্ভাবনা নেই। কিন্তু এর মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছিল, সেই ‘প্রতিজ্ঞা’ ভেঙে আপ নাকি শেষপর্যন্ত কংগ্রেস ও ইন্ডিয়া জোটের অন্য সদস্যের সঙ্গে আসন সমঝোতা করবে। কিন্তু কেজরি সেই গুঞ্জন চূর্ণ করে জানিয়ে দিলেন, দিল্লিতে ‘একলা চলো’ নীতিতেই এগোবেন তাঁরা।

Advertisement

এর আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের দাবি ছিল, কংগ্রেসকে ১৫টি আসন দেবে আপ। সেই সঙ্গেই অন্য দলগুলিকে দেবে আরও ১ থেকে ২টি আসন। বাকিগুলিতে লড়বে ঝাড়ু শিবির। কিন্তু খোদ কেজরিই এর পর এক্স হ্যান্ডলে লেখেন, ‘আম আদমি পার্টি দিল্লির এই নির্বাচনে নিজের শক্তি অনুযায়ী একলাই লড়বে। কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার কোনও সম্ভাবনাই নেই।’

বছর ঘুরলেই দিল্লি বিধানসভার ভোট। এই পরিস্থিতিতে মাসের শুরুতেই কেজরিওয়াল জানিয়ে দেন, একাই লড়বে আম আদমি পার্টি। এই প্রথম কেজরি এমন সিদ্ধান্ত নিলেন তা নয়। এর আগে ২০২৪ সালের লোকসভা নির্বাচনেই পাঞ্জাবে ১৩টি কেন্দ্রের সব কটিতেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কংগ্রেস জোট করতে চাইলেও সেই প্রস্তাবে সাড়া দেননি আপ সুপ্রিমো। একই অবস্থা দেখা যায় হরিয়ানাতেও। সেখানে বিধানসভা নির্বাচনে বার বার আলোচনা হলেও আসন ভাগাভাগিতে মতানৈক্য থাকায় জোট সম্ভব হয়নি।

এর আগে গত মাসে আচমকাই নির্বাচনের ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করে দেয় আম আদমি পার্টি। ১১ আসনের মধ্যে ৬টিতেই দলের বিধায়কদের টিকিট দেয়নি আপ। সেখানে বিজেপি ও কংগ্রেস থেকে আসা প্রাক্তন বিধায়ক কিংবা সাংসদকে প্রার্থী করেছে আম আদমি পার্টি। গতবার ৭০টির মধ্যে ৬২ আসনেই জিতেছিল আপ। কিন্তু এবার তাদের লড়াই কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। বিজেপিকে টক্কর দিতে তাই অন্য কারও উপরে ভরসা না রেখেই একাই লড়তে চাইছেন কেজরি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ