ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবাসরীয় সন্ধ্যায় জেল থেকে বেরিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে ১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তার পরই তিনি নেমে পড়েছেন পুরোদস্তুর ভোটপ্রচারে। ২৫ মে দিল্লিতে ভোট (Lok Sabha Election 2024)। সেটাকেই ‘পাখির চোখ’ করে শনিবার দিনভর কর্মসূচি রয়েছে আপ সুপ্রিমোর।
আজ, শনিবার সকাল ১১টায় কনট প্লেসের হনুমান মন্দিরে যাবেন কেজরিওয়াল। তার পর বেলা ১টায় আপের দপ্তরে সাংবাদিক সম্মেলন করবেন তিনি। এর পর বিকেল চারটেয় রোড শো দক্ষিণ দিল্লি। পরে ৬টার সময় পূর্ব দিল্লির কৃষ্ণনগরে রোড শো। দিনভর এভাবেই প্রচারের কাজে ব্যস্ত থাকবেন দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী।
हनुमान जी के आशीर्वाद से, करोड़ों करोड़ों लोगों की दुआओं से और सुप्रीम कोर्ट के judges के न्याय की वजह से आप सब लोगों के बीच लौट कर मुझे बेहद ख़ुशी हो रही है।
आज मिलते हैं –
11 am – हनुमान मंदिर, कनॉट प्लेस
1 pm – प्रेस कांफ्रेंस, पार्टी ऑफिस
4 pm – रोड शो – दक्षिण दिल्ली -…
— Arvind Kejriwal (@ArvindKejriwal)
শুক্রবার জেল থেকে বেরিয়ে শীর্ষ আদালতের সব বিচারপতিকে ধন্যবাদ জানান কেজরি। সেই সঙ্গেই তিনি দেশকে ‘একনায়কত্বের’ হাত থেকে বাঁচাতে ভোট দেওয়ার আর্জিও জানান সকলের কাছে। তিহাড় জেল থেকে বেরনোর সময় কার্যতই জনসমুদ্রে ভেসে যান তিনি। তখনই বোঝা গিয়েছিল এবার প্রচারে কতটা জোর দিতে চলেছেন কেজরিওয়াল। অবশেষে শনিবার থেকেই তা শুরু হচ্ছে।
কেবল দিল্লি নয়, হরিয়ানা ও পাঞ্জাবেও যাবেন কেজরিওয়াল। মনে করা হচ্ছে, আপ সুপ্রিমোর জেলমুক্তি হয়তো আপ তথা ইন্ডিয়া জোটের প্রচারকে নয়া অক্সিজেন দেবে। তা অচিরেই টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে বলে মত ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.