সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার শিরোনামে অরবিন্দ কেজরিওয়াল। তবে এবার রাজনৈতিক কারণে নয়। মেয়ের বাগদানে নেচে সকলকে মাতিয়ে দিয়েছেন আম আদমি পার্টির প্রধান। সঙ্গে ছিলেন স্ত্রী সুনীতাও। ব্লকব্লাস্টার দক্ষিণী ছবি ‘পুষ্পা ২’-এর ‘আঙ্গারো কা অম্বর সা’গানে নেচে অনুষ্ঠানে জমিয়ে দেন দু’জনে। একই সঙ্গে ভাংড়ায় নজর কেড়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই নাচের ভিডিও।
গতকাল শুক্রবার দিল্লির এক বিলাসবহুল হোটেলে বসেছিল বাগদানের আসর। যাকে কেন্দ্র করেই ছিল চাঁদের হাট। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে হর্ষিতা কেজরিওয়ালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সম্ভব জৈন। দু’জনের আলাপ কলেজে। সেখান থেকেই তাঁদের প্রেমের শুরু। নবদম্পতিকে আশীর্বাদের জন্য উপস্থিত ছিলেন আপের নেতারা। এসেছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। বিয়ের আগে বাগদানের মঞ্চে নেচে মাতিয়ে দেন সকলে।
Arvind Kejriwal showcasing his DANCE Moves on his daughter’s Engagement Ceremony.
God bless his Daughter and Son In Law with happiness and prosperity.
— Manoj Kumar Sharma (@manojsharma76u1)
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, অরবিন্দ পরনে হালকা সবুজ রঙের শেরওয়ানি। সুনীতার পরেছিলেন একই রঙের লেহেঙ্গা। ‘আঙ্গারো কা অম্বর সা’ গানে পা মেলাচ্ছেন তাঁরা। আর হাততালিতে ফেটে পড়ছে চারপাশ। কম যান না ভগবন্তও। ভাংড়ায় জমিয়ে দিয়েছেন গোটা আসর। তবে কেজরির এই অনুষ্ঠান নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। সব কিছু দেখে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত বলেন, দিল্লির জনগণের সামনে সত্যিটা বেরিয়ে আসছে এটা ভালো। মানুষ বুঝতে শুরু করেছে এটা একটা ইতিবাচক লক্ষণ।
दिल्ली के पूर्व मुख्यमंत्री Arvind Kejriwal के बेटी के शादी में नाचते हुवे नजर आए पंजाब के मुख्यमंत्री भगवंत मन
— Jitendra (@Jitendra120283)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.