Advertisement
Advertisement
Asaduddin Owaisi

পাকিস্তান তো আইসিসের উত্তরসূরি! পহেলগাঁওয়ে হিন্দু হত্যার প্রতিবাদে গর্জে উঠলেন ওয়েইসি

'পরমাণু যুদ্ধের ভয় দেখাবেন না', পাক নেতৃত্বকে বার্তা ওয়েইসির।

Asaduddin Owaisi slams Pakistan, says You are ISIS's successors

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 28, 2025 12:47 pm
  • Updated:April 28, 2025 3:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান আসলে আইসিসের উত্তরসূরি! পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) নিন্দায় প্রতিবেশী দেশকে এভাবেই তোপ দাগলেন আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। তাঁর সাফ কথা, ধর্মীয় পরিচয়ের জন্য নিরীহ মানুষকে হত্যা করাটা ইসলামের আদর্শ নয়। পাকিস্তানকে হুঙ্কার দিয়ে এইআইএমআইএম প্রধান আরও বলেন, পরমাণু যুদ্ধের ভয় দেখাবেন না। পাকিস্তানের গোটা দেশের বাজেটের চেয়ে ভারতের সামরিক বাজেট অনেক বেশি।

Advertisement

রবিবার পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি হুমকি দিয়ে বলেন, ১৩০টি পরমাণু মিসাইল ভারতের দিকে নিশানা করে তৈরি আছে। এই মন্তব্যেই পালটা দিয়েছেন ওয়েইসি। মহারাষ্ট্রের একটি সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “তোমরা কোন ধর্মের কথা বলছ? তোমাদের কার্যকলাপ থেকেই বোঝা যায়, আসলে আইসিস জঙ্গিদের উত্তরসূরি তোমরা।” উল্লেখ্য, পহেলগাঁও হামলার নেপথ্যে রয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিরাই। প্রাথমিক তদন্তে এই হামলায় প্রকাশ্যে এসেছে পাক যোগের তত্ত্ব। তাই পাকিস্তানকে জঙ্গিদের সঙ্গে সটান তুলনা করলেন ওয়েইসি।

পহেলগাঁও হামলায় পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার হাত দেখছে নয়াদিল্লি। পাকিস্তানকে পালটা চাপ দিতে ভারতের তরফে সিন্ধু জলচুক্তি বাতিল করা হয়। ইসলামাবাদও সীমান্ত শান্তি বজায় রাখার হাতিয়ার পাঁচ দশকের পুরনো শিমলা চুক্তি বাতিল করে দেয়। তাতেই সীমান্ত যুদ্ধের মেঘ ঘনিয়েছে। কারণ, শিমলা চুক্তি পুরোপুরি সংঘর্ষবিরতির জন্য স্বাক্ষরিত হয়েছিল। তা বাতিলের অর্থ দু’দেশই যে কোন সময় আক্রমণ করতে পারে। ইতিমধ্যেই পাকিস্তানের তরফে একাধিকবার গুলি চালানো হয়েছে ভারতের দিকে। পালটা দিয়েছে ভারতীয় সেনাও।

যুদ্ধের আবহে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন ওয়েইসি। জনসভা থেকে তিনি বলেন, “পাকিস্তান ভারতের থেকে আধঘণ্টা নয়, অর্ধ শতাব্দী পিছিয়ে রয়েছে। আমাদের সামরিক বাজেট তো পাকিস্তানের গোটা বাজেটের থেকে বেশি। তাই পাকিস্তানি নেতারা ভারতকে পরমাণু যুদ্ধের ভয় দেখাবেন না।” উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন ওয়েইসি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ