সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরান ও ইজরায়েলের যুদ্ধে আশঙ্কার মেঘ ভারতের আকাশে। এই যুদ্ধ পরিস্থিতিতে ইরানের মাটিতে আটকে পড়েছেন প্রায় ১৬০০ ভারতীয়। তাঁদের দ্রুত উদ্ধার করার জন্য এবার কেন্দ্রের কাছে দরবার করলেন মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। বিদেশমন্ত্রী এস জয়শংকরের কাছে আর্জি জানালেন যাতে দ্রুত তাঁদের উদ্ধার করা হয়।
যুদ্ধের জেরে ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের জন্য উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে ওয়েইসি লেখেন, ‘বর্তমানে ইরানে আটকে রয়েছেন ১৫৯৫ জন ভারতীয়। যাঁদের মধ্যে ১৪০ জন তেহরান বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল বিভাগের পড়ুয়া। এর পাশাপাশি ইরাকে আটকে রয়েছেন আরও ১৮৩ জন তীর্থযাত্রী। আমি এই বিষয়ে রাষ্ট্রদূত আনন্দ প্রকাশের সঙ্গে কথা বলেছি। এবং সেখানে আটকে পড়া নাগরিকদের বিষয়ে জানিয়েছি। অনুরধ করেছি যাতে দ্রুত ভারতীয় নাগরিকদের দেশে ফেরানো হয়। পাশাপাশি আমি বিদেশমন্ত্রী এস জয়শংকর ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কাছে আবেদন জানাব যত তাড়াতাড়ি সম্ভব সকল ফেরানো হোক।’
উল্লেখ্য, গত শুক্রবার ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয় ইজরায়েলের তরফে। তার জেরে মৃত্যু হয়েছে ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি, ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডার এবং দুই শীর্ষ সেনা আধিকারিকের। প্রাণ হারিয়েছেন ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানিরও। এছাড়াও ৯ পারমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইজরায়েল।
ইজরায়েলের অপারেশন ‘রাইজিং লায়ন’-এর পালটা ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ শুরু করেছে ইরান। দুই তরফের এই যুদ্ধে এখনও পর্যন্ত প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শুক্রবারের পর শনি-রবিবারও একের অপরের উদ্দেশে বেলাগাম ড্রোন ও মিসাইল ছুড়েছে দুই দেশ। ভয়াবহ এই যুদ্ধের মাঝে ইরানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের দাবিতে সরব হলেন হায়দরাবাদের মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.