সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর কাণ্ড! নাবালিকা মেয়ের প্রেমিককে তালিবানি শাস্তি দিলেন বাবা। কিশোরকে দড়ি দিয়ে বেঁধে মারধর করার পর তাঁর কান কেটে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার অসমের (Assam) এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। যুবকের মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত নাবালিকার বাবাকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি অসমের তিনসুকিয়া (Tinsukia District) জেলার কৈলাশপুরের। অভিযুক্তের নাম চিত্র গগৈ। সোমবার তিনি বাড়ি ফিরে খেয়াল করেন, মেয়ের ঘরে রয়েছে তাঁর প্রেমিক। এতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন চিত্র। মেজাজ হারিয়ে কিশোরকে প্রথমে দড়ি দিয়ে বাঁধেন। এরপর তাকে বেধড়ক মারধর করেন। সব শেষে যুবকের দুই কান কেটে নেন বলে অভিযোগ উঠেছে। অতিরিক্ত রক্তপাতে অসুস্থ হয়ে পড়ে ওই কিশোর।
ঘটনার কথা জানতে পারেন গ্রামবাসীরা। তারাই কিশোরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। দুই কানে একাধিক সেলাই পড়ে কিশোরের। অন্যদিকে চিত্রর ভংয়কর আচরণে ক্ষোভে ফেটে পড়ে গোটা গ্রাম। কিশোরের মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় চিত্র গগৈকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও অন্য একটি ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন চিত্রকে। এদিন কিশোরকে মারধর ও কান কেটে নেওয়ার অভিযোগে ফের গ্রেপ্তার করা হয়েছে তাকে। অসমের জেলা তিনসুকিয়ার পুলিশ সুপার দেবজিৎ দেউড়ি (Debajit Deuri) বলেন, “অভিযুক্তের দাবি, তিনি যখন বাড়িতে ঢোকেন, তখন দেখেন মেয়ের ঘরের খাটের তলায় রয়েছে ওই কিশোর। চোর ভেবেই ওই কিশোরকে মারধর করেন তিনি। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত করছে স্থানীয় থানার পুলিশ।”
তিনসুকিয়ার পুলিশ সুপার আরও জানিয়েছেন, কিশোরের মায়ের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, সে নাবলক নয়, বয়স ১৮ বছর। তবে তার প্রেমিকা নাবালিকাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.