উদ্ধার হওয়া অস্ত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে মারণ হামলা ও দুই জওয়ানের মৃত্যুর তদন্তে নেমে বড় সাফল্য। মর্মান্তিক সেই ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ৪৭ বছর বয়সি অভিযুক্ত ওই যুবকের নাম খোমদ্রাম অজিত সিং ওরফে কেইলাল। পাশাপাশি সন্দেহভাজন আরও ২ অভিযুক্তকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তারির পর অভিযুক্ত কেইলাল স্বীকার করেছেন তিনি নিষিদ্ধ পিপলস লিবারেশন আর্মি (PLA)-এর সক্রিয় সদস্য। ২০০৭ সালে তাঁকে একবার গ্রেপ্তার করা হয়েছিল। জামিন পাওয়ার পর সেই সংগঠনে যোগ দেয় সে। ১৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ৩৩ অসম রাইফেলসের কনভয়ে যে নৃশংস হামলা চালানো হয়েছিল। তাতে অভিযুক্ত সরাসরি যুক্ত বলে স্বীকার করেছে। হামলা চালানোর পর বাকি অপরাধীদের সঙ্গে নিয়ে অভিযুক্ত লোকতাক হ্রদ এলাকায় পালিয়ে যায়। এবং সেখানেই সমস্ত অস্ত্র লুকিয়ে রাখে।
অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে, চারটি ম্যাগাজিন-সহ একটি ‘এ৪ রাইফেল’, দুটি ম্যাগাজিন-সহ একটি ‘এইচকে রাইফেল’, পাঁচটি ম্যাগাজিন-সহ দুটি ‘একে রাইফেল’, তিনটি ম্যাগাজিন-সহ একটি ‘ইনসাস রাইফেল’, তিনটি ল্যাথোড শেল, ১৭০ রাউন্ড একে রাইফেলের গুলি, ২১৬ রাউন্ড এম-১৬ রাইফেলের গুলি, ৬৭ রাউন্ড ইনসাস রাইফেলের গুলি, একটি মোবাইল-সহ বেশকিছু গুরুত্বপূর্ণ নথি। পুলিশের তরফে জানানো হয়েছে, সেদিনের হামলায় আরও যারা যুক্ত ছিল তাদের খোঁজ চলছে। শীঘ্রই গ্রেপ্তার করা হবে অভিযুক্তদের।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ৩৩ অসম রাইফেলসের কনভয়ে বড়সড় হামলা চালাল বন্দুকবাজের দল। এই অতর্কিত হামলায় শহিদ হন ২ জওয়ান। পাশাপাশি আহত হন আরও অন্তত ৬ জন। জানা যায়, অসম রাইফেলসের জওয়ানদের নিয়ে একটি ‘টাকা ৪০৭’ গাড়ি রাজধানী ইম্ফল থেকে বিষ্ণুপুরের উদ্দেশে আসছিল। পথে নাম্বোল সবাল লেইকাই এলাকায় অতর্কিতে ওই গাড়ির উপর হামলা চালায় বন্দুকবাজের দল। হামলার পর এলাকা ছেড়ে জঙ্গলের দিকে চম্পট দেয় বন্দুকবাজরা। সেই ঘটনায় এবার গ্রেপ্তার মূল অভিযুক্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.