Advertisement
Advertisement

Breaking News

Assembly Elections

‘বঞ্চনা’ ইস্যুতে রাজ্যের ঘাড়েই দায়! বাংলায় বিধানসভা ভোটে ‘দুর্নীতি’ অস্ত্রে শান বিজেপির

গতবার সামান্য ভোটের ব্যবধানে যে ৬০ আসন হেরেছিল, এবার সেসবকেই পাখির চোখ করছে বিজেপি।

Assembly Elections: BJP's plan to attack in corruption issue against TMC in upcoming election in West Bengal

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:June 12, 2025 1:56 pm
  • Updated:June 12, 2025 2:03 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। আর সেখানে ‘দুর্নীতি’ অস্ত্রকে সামনে রেখে শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণের পথে হাঁটতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ‘বঞ্চনা’ ইস্যুতে বিজেপি বাংলার জনতার কাছে এই বিষয়টি তুলে ধরতে চায়, কেন্দ্র বাংলার প্রকল্পের টাকা আটকে রাখেনি। বরং শাসকদলের দুর্নীতির কারণেই রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছেন।

Advertisement

সূত্রের খবর, বাংলার বিধানসভা ভোটের এক বছরের বেশি সময় বাকি থাকলেও বঙ্গ দখলের রণকৌশল নিয়ে এখন থেকেই ঝাঁপাতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। দুর্নীতির অভিযোগে শাসক তৃণমূলকে আক্রমণের ক্ষেত্রে কোনও কিছুই তাঁদের কাছে অন্তরায় হবে না বলেও দাবি করেছেন এক শীর্ষ নেতা। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ”ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থা নিজেদের মতো কাজ করে। সেই বিষয়ে আমাদের কোনও বক্তব্য নেই। তবে, বিজেপি দুর্নীতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করবে।”

বিজেপির আরেক শীর্ষ নেতা বাংলায় বিধানসভা ভোট প্রসঙ্গে জানিয়েছেন, গত বিধানসভা নির্বাচনে ৬০টির বেশি আসনে মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে হেরেছিল বিজেপি। ছাব্বিশে সেই ৬০টি আসনকে তাঁরা পাখির চোখ করেছেন এবং আগামী বছরের বিধানসভা নির্বাচনে সেই আসনগুলি জেতার উপরই জোর দিচ্ছে দল। সেই লক্ষ্য সামনে রেখে বিহার নির্বাচনের প্রচারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির প্রথম সারির নেতারা যখনই বিহারে যাবেন, সেইসঙ্গে একবার বঙ্গ সফরেও যাবেন। এমন কথাই বিজেপির শীর্ষ নেতার মুখে শোনা গিয়েছে বলেই সূত্রের খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement