Advertisement
Advertisement
Uttarkashi

৫ লক্ষ বলে মাত্র ৫ হাজার! দুর্যোগের উত্তরকাশীতে অনুদান নিয়ে বিক্ষোভ সর্বহারাদের

অনুদান প্রত্যাখান করে পথে নেমেছেন তাঁরা।

Assured Rs 5 lakh, got Rs 5,000: Uttarkashi families protest over 'relief' cheques
Published by: Subhodeep Mullick
  • Posted:August 10, 2025 10:12 am
  • Updated:August 10, 2025 10:15 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৫ লক্ষ টাকা। কিন্তু সর্বহারা পরিবারগুলির হাতে আসলে তুলে দেওয়া হচ্ছে মাত্র ৫ হাজার টাকার চেক! রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই অনাচারের অভিযোগ উঠেছে দুর্যোগ কবলিত উত্তরকাশীতে। তবে জানা যাচ্ছে, সেই অনুদান প্রত্যাখান করে ইতিমধ্যেই পথে নেমে বিক্ষোভ শুরু করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। তাঁদের বক্তব্য, এই অনুদান যথেষ্ট নয়। যদিও উত্তরকাশীর জেলা শাসক প্রশান্ত আর্য জানিয়েছেন, প্রাথমিকভাবে ৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করার পর যথাযথ অনুদান দেওয়া হবে।

Advertisement

গত মঙ্গলবার দুপুরে আচমকা উত্তরকাশীর ক্ষীরগঙ্গা নদীর অববাহিকা অঞ্চলের ধারালি গ্রামে হড়পা বান নামে। ভয়ংকর প্রকৃতিক বিপর্যয়ের সেই ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে।সেখানে দেখা গিয়েছে, জলের তোড়ে ভেসে যাচ্ছে বাড়ি, দোকান। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হড়পা বানে বহু বাড়িঘর তো বটেই, গ্রামে থাকা অন্তত ২০-২৫টি হোটেল এবং হোমস্টে ভেসে গিয়েছে। মেঘভাঙা বৃষ্টির জলে উপচে পড়ে ক্ষীরগঙ্গা নদী। এক সময় পাহাড় থেকে নেমে আসা নদীর জলের তোড়ে ভেসে যায় দুই পাড়। তাতেই ৫০ জন নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা ৫। দুর্যোগের খবর পাওয়ার পরেই উদ্ধারকাজ শুরু করে রাজ্য এবং জতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আশ্বাস দেন, যাঁদের বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, তাঁদের ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। পাশাপাশি, দুর্যোগে নিহতদের পরিবার প্রতিও ওই একই পরিমাণ আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেন তিনি। কিন্তু রাজ্য সরকার সেই প্রতিশ্রুতি পালন করছে না। ৫ লক্ষ বলে দেওয়া হচ্ছে মাত্র ৫ হাজার টাকা। এই অভিযোগ তুলে এবার পথে নামলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ