সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনেদুপুরে ফের রাস্তায় আতঙ্ক ছড়াল বেপরোয়া গাড়ি। নিয়ন্ত্রণ হারানো গাড়িটির ধাক্কায় প্রথমে উড়ে যান বাইকচালক। এরপর একের পর এক পথচারীকে পিষল সেই গাড়ি। ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।
সাম্প্রতিক অতীতে বারবার বেপরোয়া গাড়ির তাণ্ডব উঠে এসেছে শিরোনামে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এমনকী কলকাতাও একই ঘটনার সাক্ষী থেকেছে সম্প্রতি। এবার ঘটনাস্থল রাজস্থানের যোধপুর (Jodhpur)। রাস্তার ধারের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনা। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হতে বিশেষ সময় লাগেনি। ভিডিওতে দেখা যাচ্ছে, যানবাহন ভরতি ভিড় রাস্তায় আচমকাই একটি গাড়ি সজোরে ধাক্কা দেয় একাধিক বাইকচালককে। ছিটকে পড়েন তাঁরা। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ফুটপাথে উঠে পড়ে গাড়িটি। পরপর আট থেকে ১০ জনকে পিষে দেয় ওই গাড়ি। ফুটপাথের দোকানেও ধাক্কা মারে বেপরোয়া গাড়িটি। মর্মান্তিক ভিডিওটি দেখে শিউরে উঠছে গোটা দেশ।
Audi car rammed into a slum in , Rajasthan.
— Ravindra Singh (News18) (@ravindraJourno)
ঘটনায় এখনও অবধি একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত আটজন। আপাতত তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখেই গাড়ির চালককে চিহ্নিত করে পুলিশ। তাকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়েছেন তাঁরা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছিল, মদ্যপ অবস্থাতে গাড়ি চালানোর সময়ই নিয়ন্ত্রণ হারায় সে। বিষয়টি বিস্তারিত জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.