Advertisement
Advertisement
earthquake

আফগানিস্তানের ভূমিকম্পের আফটার শক! মঙ্গলবারের পর বুধবারও কাঁপল দিল্লি

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৫।

At least 11 killed in Pakistan as 6.6 magnitude earthquake strikes Afghanistan | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:March 22, 2023 8:57 am
  • Updated:March 22, 2023 7:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্প দিল্লিতে। মঙ্গলবার রাতের পর বুধবার বিকালে ফের কেঁপে উঠল রাজধানী। এদিন বিকেলে ২.৭ মাত্রার কম্পন অনুভূত হয় রাজধানীতে। কম্পনের কেন্দ্র ছিল পশ্চিম দিল্লিতে। তবে এই কম্পন মঙ্গলবার রাতের কম্পনের আফটার শক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

Advertisement

উল্লেখ্য, মঙ্গলবার রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান ও পাকিস্তান। একাধিকবার কম্পন অনুভূত হয় দিল্লি, জম্মু-কাশ্মীর-সহ উত্তর ভারতের একাধিক রাজ্যেও। পাকিস্তানে এখনও পর্যন্ত ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ১১ জন। আহত শতাধিক।

মঙ্গলবার রাত ১০টা বেজে ১৭ মিনিট নাগাদ আফগানিস্তানে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৫। কম্পনের উৎসস্থল আফগানিস্তানের জুর্মের ১৮০ কিলোমিটার গভীরে হলেও ভয়ংকর ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়া এলাকা। ওই প্রদেশে কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন। হু হু করে বাড়ছে আহতের সংখ্যা। অনেককেই ভরতি করা হয়েছে হাসপাতালে। বিধ্বস্ত পাকিস্তানের ওয়াট ভ্যালি অঞ্চলও। ইতিমধ্যেই সে দেশে এমার্জেন্সি অ্যালার্ট জারি করা হয়েছে।

[আরও পড়ুন: বাংলাকে ‘বঞ্চনা’ কেন্দ্রের, প্রতিবাদে আগামী সপ্তাহে কলকাতায় ধরনা কর্মসূচি মুখ্যমন্ত্রীর]

এ দেশেও পড়ে ভূমিকম্পের প্রভাব। কেঁপে ওঠে দিল্লি, জম্মু ও কাশ্মী, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও রাজস্থানের বিভিন্ন অংশ। বাড়ির বাইরে বেরিয়ে আসেন আতঙ্কিত রাজধানীর বাসিন্দারা। উদ্বেগ প্রকাশ করে টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াও। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কম্পনের উৎসস্থল দেড়শো কিলোমিটারের চেয়েও গভীর হওয়ার কারণেই এত বিস্তীর্ণ এলাকাজুড়ে এর প্রভাব পড়েছে। তবে ভারতে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

[আরও পড়ুন: ওএমআর শিটে ফাঁকা অংশ ভরাতে লোক নিয়োগ, অয়নের কীর্তিতে হতভম্ব ইডি]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement