ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় (Dantewada) মাওবাদী হামলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন জওয়ান (Jawan), ১ জন গাড়ির চালক। অনুমান, মাওবাদীরা রয়েছে এই ষড়যন্ত্রের পিছনে। আইইডি বিস্ফোরণে ওই ১০ সেনা জওয়ান ও গাড়ির চালকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, দান্তেওয়াড়ার আরানপুর সংলগ্ন একটি স্থানে ওই বিস্ফোরণ ঘটে। সেই সময়ই ওই স্থান গিয়ে যাচ্ছিল ডিআরজি জওয়ানদের গাড়ি। তাঁরা মাওবাদী দমন অভিযানের জন্যই সেখানে এসেছিলেন। গাড়িতে থাকা ১০ জওয়ানের মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন গাড়ির চালকও। ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
दंतेवाड़ा के थाना अरनपुर क्षेत्र अंतर्गत माओवादी कैडर की उपस्थिति की सूचना पर नक्सल विरोधी अभियान के लिए पहुंचे डीआरजी बल पर आईईडी विस्फोट से हमारे 10 डीआरजी जवान एवं एक चालक के शहीद होने का समाचार बेहद दुखद है।
हम सब प्रदेशवासी उन्हें अपनी श्रद्धांजलि अर्पित करते हैं। उनके…
— Bhupesh Baghel (@bhupeshbaghel)
নিজের টুইটার হ্যান্ডলে তিনি লেখেন, ‘দান্তেওয়াড়ার আরানপুরে নকশাল বিরোধী অভিযানে যোগ দিতে আসা ডিআরজি বাহিনীর বিরুদ্ধে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা। ১০ ডিআরজি জওয়ান ও একজন চালক মারা গিয়েছেন। এই ঘটনা দুঃখজনক। আমরা, রাজ্যের বাসিন্দারা আমাদের শ্রদ্ধা জানাই তাঁদের প্রতি। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা রইল। ওঁদের আত্মার শান্তি কামনা করি।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.