Advertisement
Advertisement

কোন কোন অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলেও চলবে, জানাল SBI

চাকুরিজীবিদের জন্য সুখবর!

At SBI, You Don't Need To Maintain Minimum Balance In These Accounts

চাকুরিজীবিদের জন্য সুখবর!

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 14, 2017 9:50 am
  • Updated:October 9, 2019 6:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোন কোন অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলেও জরিমানা দিতে না হবে না, একটি টুইট করে সে কথা জানাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ স্মল সেভিংস অ্যাকাউন্ট, বেসিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জন ধন অ্যাকাউন্টকে নয়া নিয়মের হাত থেকে রেহাই দিয়েছে এসবিআই৷

Advertisement

এছাড়াও প্রধানমন্ত্রীর গরিব কল্যাণমূলক প্রকল্পের আওতায় খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ন্যূনতম ব্যালেন্স রাখার দরকার নেই বলে জানানো হয়েছে এসবিআইয়ের তরফে৷ একইসঙ্গে কোনও কর্পোরেট স্যালারি অ্যাকাউন্টকেও নয়া নিয়মের আওতার বাইরে রাখা হয়েছে৷

সম্প্রতি পাঁচটি ব্যাঙ্কের সঙ্গে মিশে গিয়ে নতুন ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করেছে এসবিআই৷ অধিগ্রহণ করেছে ভারতীয় মহিলা ব্যাঙ্ককেও৷ গত পয়লা এপ্রিল থেকে অ্যাকাউন্টধারীদের ন্যূনতম মাসিক সঞ্চয়রাশি না রাখলে জরিমানার নিয়ম চালু করে এসবিআই৷ যার ফলে ছাত্র, পেনশনভোগী-সহ ৩১ কোটি মানুষ প্রভাবিত হয়েছেন বলে অনুমান অর্থনীতিবিদদের৷

ছ’টি মেট্রো শহরে এসবিআই-এর মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স বা MAB বেড়ে হয়েছে ৫০০০ টাকা৷ ন্যূনতম ব্যালেন্স না থাকলে গ্রাহকদের ২০-১০০ টাকা পর্যন্ত জরিমানার নিদান দেওয়া হয়৷ নয়া ঘোষণায় স্মল সেভিংস অ্যাকাউন্টকে রেহাই দেওয়া হল৷ ওই ধরনের অ্যাকাউন্টে ৫০ হাজার টাকার বেশি সঞ্চিত রাখা যায় না৷ ওই ধরনের অ্যাকাউন্টধারীদের এটিএম বা ডেবিট কার্ডের জন্য বার্ষিক কোনও চার্জ দিতে হয় না৷ যে সব পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার মধ্যে, তাঁরাই স্মল সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন৷ এককালীন ১০ হাজার টাকার বেশি তোলা বা জমা দেওয়াও যায় না, খবর এসবিআই ব্যাঙ্কের ওয়েবসাইট সূত্রে৷

নয়া নিয়ম থেকে রেহাই দেওয়া হয়েছে বেসিক সেভিংস অ্যাকাউন্টকেও৷ এক্ষেত্রে ন্যূনতম মাসিক সঞ্চয়রাশি নির্ধারিত না থাকলেও একজন গ্রাহক দু’টি অ্যাকাউন্ট খুলতে পারবেন না৷ কর্পোরেট স্যালারি অ্যাকাউন্টকেও এই নয়া নিয়মের আওতার বাইরে রাখা হয়েছে৷

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ