ছবি: সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাসায়নিকের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মহারাষ্ট্রের ডোম্বিভেলির এই ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও ৪৫ জন। বিস্ফোরণের পরে পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা কারখানাটি।
জানা গিয়েছে, ডোম্বিভেলিতে (Dombivli) আমুদান কেমিক্যাল কোম্পানিতে বিস্ফোরণ ঘটেছে। প্রথমে অ্যাম্বার অর্গ্যানিক কোম্পানিতে বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের মডার্ন ইন্ডাস্ট্রিয়াল গ্যাস কোম্পানিতে। স্থানীয়দের দাবি, এত জোরে বিস্ফোরণ হয়েছে যে তিন কিলোমিটার দূর থেকে শব্দ শোনা গিয়েছে। দুই কোম্পানি থেকে আগুন আশেপাশেও ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি গাড়ি এবং বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
VIDEO | A fire breaks out in MIDC area, Phase II in Dombivli, Maharashtra. More details are awaited.
— Press Trust of India (@PTI_News)
গোটা ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মহারাষ্ট্রের (Maharashtra) উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আগুন নেভানোর জন্য পৌঁছে গিয়েছে দমকল বাহিনীও। দুটি কারখানায় আগুন লেগে আটকে পড়েছিলেন বহু কর্মচারী। তাদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে বলে জানান ফড়নবিস।
জানা গিয়েছে, ইতিমধ্যেই কারখানায় আটকে পড়া ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৪৫ জন। তাঁদের উদ্ধার করে দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ চলছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছেন মহারাষ্ট্রের মন্ত্রী উদয় সামাত। তবে এই ভয়াবহ দুর্ঘটনার পর থেকেই প্রশাসনের দিকে আঙুল তুলেছেন ডোম্বিভেলির আমজনতা। নিয়ম না মেনে একের পর এক কারখানা তৈরি হয়েছে বলে তাঁদের অভিযোগ। বিস্ফোরণে এত ক্ষয়ক্ষতির পরে কি প্রশাসনের টনক নড়বে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.