সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত মণিপুর (Manipur)। উত্তর-পূর্ব রাজ্যের খামেলক গ্রামে ভয়াবহ হিংসার বলি হলেন অন্তত ৯ জন। আহত ২৫। বেসরকারি সূত্রের দাবি, মৃতের সংখ্যা ইতিমধ্যেই পৌঁছেছে ১১-তে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা যাচ্ছে।
পুলিশ সূত্র জানিয়েছে, প্রচুর অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে মঙ্গলবার গভীর রাতে ওই গ্রামে হামলা চালায় বিক্ষোভকারীরা। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলি চালানো হয়। স্বাভাবিক ভাবেই সেই সময় বহু গ্রামবাসীই ঘুমিয়ে পড়েছিলেন কিংবা রাতের খাওয়া সারছিলেন। অতর্কিত আক্রমণে লন্ডভন্ড হয়ে যায় গ্রাম। দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে অনেকেই গুরুতর জখম। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, এই আশঙ্কা তৈরি হয়েছে।
উল্লেখ্য, কুকি-মেতেই সংঘর্ষে মণিপুর এখন অশান্ত, হিংস্র। সেখানকার ‘মেতেই’ সংখ্যাগরিষ্ঠ উপজাতির তফসিলি জাতির স্বীকৃতির দাবি নিয়ে আন্দোলন ওই ছোট্ট রাজ্যে নাগা-কুকি জাতি গোষ্ঠীর মধ্যে পালটা প্রত্যাঘাতের জন্ম দিয়েছে। আর তাকে ঘিরেই রক্তাক্ত লড়াই, কারফিউ, পুলিশের গুলি- গত কয়েক সপ্তাহ ধরে যার সাক্ষী মণিপুর। সবমিলিয়ে পরিস্থিতি ঘোরালো। তাছাড়া, মায়ানমার থেকে কুকি জঙ্গিরা এসে আগুনে ঘি ঢালছে। বিগত দিনে, মণিপুর থেকে একটি ছোটখাটো যুদ্ধ চালনা করার মতো অস্ত্র উদ্ধার করেছে সেনা। এই অবস্থায় ফের রক্ত ঝরল সেখানে। খামেলক গ্রামে রাতারাতি প্রাণ হারালেন বহু মানুষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.