Advertisement
Advertisement

Breaking News

ATM

এবার ট্রেনেই ATM! যাত্রী সুবিধার্থে দূরপাল্লার রেলের কামরায় চালু ‘নগদ’ পরিষেবা

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার বড় উদ্যোগ ভারতীয় রেলের।

ATM Installed on Panchavati Express

পঞ্চবটি এক্সপ্রেসের কামরায় বসানো হয়েছে এটিএম।

Published by: Amit Kumar Das
  • Posted:April 16, 2025 3:10 pm
  • Updated:April 16, 2025 3:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার বড় উদ্যোগ ভারতীয় রেলের। ট্রেনের মধ্যে যাত্রীদের নগদ টাকার প্রয়োজনীয়তাকে মাথায় রেখে এবার ট্রেনে এটিএম মেশিন বসানোর উদ্যোগ নিল রেল। পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই একটি দূরপাল্লার ট্রেনে বসানো হয়েছে এটিএম। তবে বড় পরিসরে কবে এই প্রকল্প চালু হবে সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য প্রকাশ্যে আসেনি।

Advertisement

গত মঙ্গলবার ভারতীয় রেলের আধিকারিকদের তরফে জানানো হয়েছে, মুম্বই-মানমাডগামী পঞ্চবটিগামী এক্সপ্রেসের ট্রেনের কামরায় বসানো হয়েছে একটি এটিএম মেশিন। রেলের তরফে জানানো হয়েছে, এই এটিএমটি বসানো হয়েছে ট্রেনের বাতানুকুল চেয়ারকার কোচে। বেসরকারি ব্যাঙ্কের উদ্যোগে বসানো এই এটিএম শীঘ্রই যাত্রীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে। মধ্য রেলের প্রধান জনসংযোগ আধিকারিক জানান, “পরীক্ষামূলকভাবে পঞ্চবটি এক্সপ্রেসের কামরায় একটি এটিএম বসান হয়েছে। ট্রেনের পিছনের দিকে এক বাতানুকুল কামরায় বসানো হয়েছে এটিএমটি। যেখানে একটা সময় অস্থায়ী পেন্ট্রি ছিল। ট্রেনের মধ্যে এটিএমের নিরাপত্তা নিশ্চিত করতে একটি শাটার দরজাও লাগানো হয়েছে।”

উল্লেখ্য, কিছু স্টেশনে এতদিন এটিএমের সুবিধা থাকলেও দূরপাল্লার ট্রেনে যাত্রীদের নগদের সমস্যায় পড়ার ঘটনা নতুন নয়। এদিকে বড় জংশন স্টেশন ছাড়া সেভাবে এটিএম মেলাও ভার। ফলে ট্রেনের মধ্যে বিপদে পড়লে যাত্রীদের ট্রেন থেকে নেমে স্টেশন বা সংলগ্ন জায়গায় গিয়ে এটিএম থেকে টাকা তুলতে হয়। এক্ষেত্রে ট্রেন ছেড়ে যাওয়ার ঝুঁকিও থাকা। তাছাড়া স্টেশনের এটিএমে বেশিরভাগ সময়েই লাইন থাকার ফলে কয়েক মিনিটের ব্যবধানে টাকা তোলা কঠিন হয়ে পড়ে। যাত্রীদের এই সমস্যার কথা মাথায় রেখেই এবার ট্রেনে এটিএম বসানোর পরিকল্পনা রেলের। যদি এই উদ্যোগ বড় পরিসরে কবে নেওয়া হবে সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছুই জানা যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement