Advertisement
Advertisement
Dehradun

স্কুলের মধ্যেই ২ বিশেষ ক্ষমতাসম্পন্ন ছাত্রকে ‘যৌন হেনস্তা’ দারোয়ানের, দেওয়া হত সিগারেটের ছ্যাঁকাও!

অভিযুক্তর বিরুদ্ধে পকসো এবং যৌন অপরাধের ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Autistic Boys Sexually Assaulted, Burnt With Cigarettes At 'Illegal' Dehradun School

প্রতীকী ছবি

Published by: Subhodeep Mullick
  • Posted:June 2, 2025 5:54 pm
  • Updated:June 2, 2025 5:54 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই বিশেষ ক্ষমতাসম্পন্ন নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ উঠল স্কুলের দারোয়ানের বিরুদ্ধে। শুধু তাই নয়, লোহার রড দিয়ে বেধড়ক মারধরের পাশাপাশি তাদের শরীরে সিগারেটেরে ছ্যাঁকা দিয়ে অত্যাচার করা হত বলেও অভিযোগ। নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের দেরাদুনে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দুই নাবালক অটিজমের স্বীকার। সম্প্রতি দেরাদুনের ওই স্কুলে তাদের ভর্তি করানো হয়। অভিযোগ, কিছুদিন পর থেকেই স্কুলের দারোয়ান তাদের যৌন নির্যাতন করা শুরু করেন। শুধু তাই নয়, লোহার রড দিয়ে বেধড়ক মারধরের পাশাপাশি তাদের শরীরে জ্বলন্ত সিগারেটেরে ছ্যাঁকা দেওয়া হত বলেও অভিযোগ। আর সহ্য করতে না পেরে দুই নাবালক গোটা ঘটনাটি তাদের মাকে জানায়। মহিলার অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, ২৯ বছর বয়সি ধৃত ওই যুবক উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা। কিন্তু কর্মসূত্রে তিনি দেরাদুনের কার্গি চকে বাস করতেন।  

অভিযুক্তর বিরুদ্ধে পকসো এবং যৌন অপরাধের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, স্কুলটি সেখানে বেআইনিভাবে চলছিল। ফলে ইতিমধ্যেই সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ