সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানে বিস্ফোরক বহন-সহ একাধিক নিরাপত্তাবিধি লঙ্ঘন। টার্কিশ এয়ারলাইন্সকে সতর্ক করল কেন্দ্র। সম্প্রতি দেশের চারটি বিমানবন্দরে ‘সারপ্রাইজ ভিজিট’ করেছিল ভারতের অসামরিক উড়ান নিয়ন্ত্রক সংস্থার (ডিজিসিএ) আধিকারিকরা। সেখানেই তুরস্কের বিমানসংস্থার একাধিক গাফিলতি প্রকাশ্যে এসেছে। এরপরই তাদের এই বিষয়ে পদক্ষেপ করার নির্দেশে দিয়েছে কেন্দ্র।
বুধবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক একটি বিবৃতি জারি করে জানায়, “গত ২৯ মে থেকে ২ জুনের মধ্যে ভারতের অসামরিক উড়ান নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকরা দিল্লি, হায়দরাবাদ, চেন্নাই এবং বেঙ্গালুরু বিমানবন্দর পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে টার্কিশ এয়ারলাইন্সের একাধিক গাফিলতি প্রকাশ্যে এসেছে। এমনকী অনুমতি ছাড়া বিমানে ‘বিপজ্জনক’ জিনিসপত্র এবং বিস্ফোরক নিয়ে যাওয়ারও প্রামাণ মিলেছে।” কেন্দ্রের বিবৃতি অনুযায়ী, বেঙ্গালুরু বিমানবন্দরে প্রধান গাফিলতি চোখে পড়েছে। যেখানে বিমানের গ্রাউন্ড কর্মীর যথাযথ প্রশিক্ষণ ছিল না বলে অভিযোগ। শুধু তাই নয়, বিমান অবতরণের পর সেখানে কোনও রক্ষণাবেক্ষণ ইঞ্জিনিয়ার ছিলেন না। পরিবর্তে সেই কাজ করেছেন একজন টেকনিশিয়ন। অন্যদিকে, হায়দরাবাদ বিমানবন্দরে ‘গ্রাউন্ড হ্যান্ডলিং’ অনুশীলনগুলি যথেষ্ট উদ্বেগজনক ছিল বলেও জানিয়েছে কেন্দ্র।
এই ধরণের গাফিলতির প্রমাণ পাওয়ার পরই টার্কিশ এয়ারলাইন্সকে দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ এবং আইসিএও ও ডিজিসিএ-র নিয়মাবলী সম্পূর্ণরূপে মেনে চলার নির্দেশ দিয়েছে ডিজিসিএ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তীকালে আবারও বিমানবন্দরগুলিতে পরিদর্শন করা হবে বলেও জানিয়েছে ভারতের অসামরিক উড়ান নিয়ন্ত্রক সংস্থা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.