Advertisement
Advertisement
Yogi Adityanath

বিশ্ব রেকর্ডের পথে অযোধ্যা! দীপোৎসবের প্রস্তুতি তুঙ্গে, যোগীর নেতৃত্বে কাজ চলছে জোরকদমে

দীপোৎসবের জন্য মোট ৫৬টি ঘাট চিহ্নিত করা হয়েছে।

Ayodhya on track to break world record, preparations for Deepotsav in full swing, work is going on in full swing under the leadership of Yogi Adityanath
Published by: Hemant Maithil
  • Posted:October 6, 2025 11:58 am
  • Updated:October 6, 2025 11:58 am   

হেমন্ত মৈথিল, অযোধ্যা: ​মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে দীপোৎসব ২০২৫-এর প্রস্তুতি জোর কদমে শুরু হয়েছে। এ বছর উৎসবের আয়োজনের দায়িত্বে রয়েছেন ড. রাম মনোহর লোহিয়া, অবধ বিশ্ববিদ্যালয়। পর্যটন বিভাগের পক্ষ থেকে ১৯ অক্টোবর অযোধ্যায় আতশবাজি প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। দূষণ ব্যতিরেকেই পরিবেশ-বান্ধব এই আয়োজনে রয়েছে দারুণ চমক।

Advertisement

ভগবান শ্রীরামের শহর অযোধ্যাকে আলোকিত করার জন্য সার্বিক প্রস্তুতি তুঙ্গে। ঘাটে ঘাটে এখন মার্কিং-এর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। চলছে ঘাট পরিষ্কারের কাজ। উপাচার্য কর্নেল ড. বিজেন্দ্র সিং-এর তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের দল কাজ করছে। তারা ঘাটগুলিকে সুন্দর ও সুসংগঠিত করে তোলার কাজ করছে।

​দীপোৎসবের নোডাল অফিসার অধ্যাপক শ‍্যান্ত শরণ মিশ্র জানান, প্রদীপ সুন্দরভাবে সাজানোর জন্য প্রতিটি ব্লকে ৪.৫ বর্গফুট এলাকা চিহ্নিত করা হচ্ছে। এর পাশাপাশি ভক্তদের চলাচলের জন্য ২.৫ ফুটের পথ রাখা হচ্ছে।

​দীপোৎসবের জন্য মোট ৫৬টি ঘাট চিহ্নিত করা হয়েছে। এই ঘাটগুলিতে লক্ষ লক্ষ প্রদীপের আলোয় অযোধ্যা ঝলমল করবে।
​চিহ্নিতকরণ কমিটির সমন্বয়কারী ড. রঞ্জন সিং (মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান) তাঁর দল নিয়ে এই কাজটি করছেন। আশা করা হচ্ছে, এই কাজ এক সপ্তাহের মধ্যে শেষ হবে।

​​বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দীপোৎসব সফলভাবে আয়োজনের জন্য ত্রিশ হাজার স্বেচ্ছাসেবকের অনলাইন রেজিস্ট্রেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। খুব শীঘ্রই প্রদীপ সরবরাহ করার প্রক্রিয়াও শুরু হবে।

এই বিশাল উৎসব বিশ্ব মঞ্চে অযোধ্যার সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক পরিচয়কে আরও উজ্জ্বল করবে। এমনই মনে করছেন অযোধ্যাবাসী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ