সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমৃতসর বাইপাসের পাশে বিস্ফোরণের শব্দ! মঙ্গলবার সকালে অমৃতসরের মাজিতা রোড বাইপাসের ধারে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পরই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।
পাঞ্জাব পুলিশের ডিআইজি সতিন্দর সিং ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি বলেন, “বিস্ফোরণে এক জনের মৃত্যু হয়েছে। সে জঙ্গি সংগঠনের সদস্য। নাশকতার জন্য এই এলাকায় বোমা রাখতে এসেছিল। তখনই বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তার।” পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে মৃত ব্যক্তি, নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘বব্বর খালসা’র সক্রিয় সদস্য ছিল।
| Amritsar, Punjab | Deputy Inspector General of Police (DIG) (Border Range) Satinder Singh says, “The person who was injured has died. He is a member of a terrorist organisation and he had come to retrieve the explosive consignment…We have received a lot of…
— ANI (@ANI)
এদিকে ভারতের কাছে পর্যুদস্ত হয়ে একাধিকবার অনুপ্রবেশ, হামলার চেষ্টা করেছে পাকিস্তানের আশ্রয়ে থাকা জঙ্গি গোষ্ঠীগুলি। মেঘের আড়ালে থেকে ভারতে একাধিক নাশকতার চেষ্টা করছে তারা। এরই মধ্যে অমৃতসরে নাশকতার চেষ্টা করল পাক গুপ্তচর সংস্থা ISI-এর মদতপুষ্ঠ ‘বব্বর খালসা’ জঙ্গিরা। যদিও বোমা রাখতে গিয়ে বিস্ফোরণ হয়ে মৃত্যু হল এক জঙ্গিরই। যদিও এর পরেও প্রশ্ন উঠছে এত নিরাপত্তার পরেও জঙ্গিদের হাতে বিস্ফোরক আসছে কোথা থেকে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। অভিযোগ ছিল ধর্ম বেছে সাধারণ মানুষকে হত্যা করেছিল জঙ্গিরা। যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটক। সেই হামলার পালটা গত ৭ এপ্রিল ভারতের অপারেশন সিঁদুর গুঁড়িয়ে যায় পাকিস্তান ও পাক অধীকৃত কাশ্মীরে থাকা ৯টি সন্ত্রাসী ঘাঁটি। এই ঘটনাকে কেন্দ্র করে সংঘাতে জড়ায় দুই দেশ। পালটা কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত বেপরোয়া ড্রোন হামলা শুরু করে পাক সেনা। যদিও সেই হামলা রুখে দেয় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.