Advertisement
Advertisement

Breaking News

Sanjay Sirsat

ব্যাগবোঝাই নোটের বান্ডিল! আয়কর নোটিসের পর ভাইরাল ফড়ণবিস সরকারের মন্ত্রীর ভিডিও

৫ বছরে অস্বাভাবিকভাবে সম্পত্তি বৃদ্ধি হয়েছে মহারাষ্ট্রের মন্ত্রী সঞ্জয় শিরসাতের।

Bag with bundle of notes, Maharashtra minister Sanjay Sirsat's video viral

মহারাষ্ট্রের মন্ত্রী সঞ্জয় শিরসাত।

Published by: Amit Kumar Das
  • Posted:July 11, 2025 7:54 pm
  • Updated:July 11, 2025 7:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করে ব্যাপক সম্পত্তি বৃদ্ধির জেরে আয়কর বিভাগের নোটিস পেয়েছিলেন মহারাষ্ট্রের মন্ত্রী সঞ্জয় শিরসাত। দেবেন্দ্র ফড়ণবিস সরকারের মন্ত্রী তথা শিবসেনা (শিন্ডে) নেতার আরও একটি ভিডিও এবার সামনে এল। যেখানে দেখা যাচ্ছে, ট্রলি বোঝাই টাকার সামনে বসে ফোনে কথা বলছেন শিরসাত। এই ভিডিওকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠল মারাঠা রাজনীতি। কড়া সুরে মহারাষ্ট্রের এনডিএ সরকারকে তোপ দেগেছে বিরোধী শিবির।

Advertisement

শুক্রবার এই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন শিবসেনা (উদ্ধব) সাংসদ সঞ্জয় রাউত। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। যেখানে দেখা যাচ্ছে, শর্টস ও স্যান্ডো গেঞ্জি পরে বিছানায় বসে ধুমপান করছেন মন্ত্রী সঞ্জয় শিরসাত। ফোনে কারও সঙ্গে কথা বলছেন তিনি। তাঁর পাশেই খোলা রয়েছে একটি ট্রলি ব্যাগ। যা কার্যত ভর্তি ৫০০ টাকার নোটের বান্ডিলে। পাশে ওই একই ধরনের অন্য একটি ব্যাগ বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। অনুমান করা হচ্ছে, ওতেও রয়েছে বিপুল পরিমাণ নগদ। বিরোধীদের দাবি এই বিপুল পরিমাণ টাকা আসলে কালো টাকা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিতর্ক চরম আকার নিয়েছে।

সোশাল মিডিয়ায় এই ইস্যুতে ফড়ণবীস সরকারকে কড়া সুরে আক্রমণ শানিয়েছেন সঞ্জয় রাউত। এক্স হ্যান্ডেল তিনি লেখেন, ‘দেবেন্দ্র ফড়ণবিসের কথা ভেবে আমার দুঃখ হচ্ছে। আর কতবার উনি নিজের মান সম্মান ধুলিস্যাৎ হতে দেখবেন। অপারগতার অপর নাম ফড়ণবিস। টাকার উৎস সম্পর্কে সরকারের তরফে কোনও ব্যাখ্যা না দেওয়া হলেও, মুখ খুলেছেন সঞ্জয় শিরসাত। তাঁর দাবি, ওই ট্রলি ব্যাগে কোনও টাকা নয় বরং জামা কাপড় রয়েছে। সেটাকেই টাকা বলে দাবি করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে ২০২৪ সাল এই ৫ বছরে অস্বাভাবিকভাবে সম্পত্তি বৃদ্ধি হয়েছে সঞ্জয় শিরসাতের। বিষয়টি নজরে আসতেই কারণ জানতে চেয়ে ওই মন্ত্রীকে নোটিস পাঠিয়েছে আয়কর বিভাগ। এই ঘটনাতেও বিতর্ক কিছু কম হয়নি মারাঠা রাজনীতিতে। সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, ”আমাকে নিয়ে কিছু মানুষের উৎসাহ তুঙ্গে। তবে আশা করব শীঘ্রই তারা জবাব পেয়ে যাবে। প্রশাসন নিজের মতো কাজ করছে। আমার কোনও সমস্যা নেই। বিন্দুমাত্র চাপের মধ্যে নেই আমি।” সেই বিতর্কের মাঝেই এবার নোট কাণ্ডে নতুন করে চর্চায় মহারাষ্ট্রের মন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement