Advertisement
Advertisement

Breaking News

Rajasthan

গরবায় অ-হিন্দুদের প্রবেশে ‘না’, দেখাতে হবে আধার কার্ড, ‘গেরুয়া’ রাজস্থানে ফতোয়া বজরং দলের

প্রত্যেকের কপালে থাকতে হবে তিলক।

Bajrang Dal Lays Down Rules For Navratra Garba in Rajasthan
Published by: Subhodeep Mullick
  • Posted:September 23, 2025 8:25 pm
  • Updated:September 23, 2025 8:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরবা নাচের অনুষ্ঠানে অহিন্দুরা প্রবেশ করতে পারবেন না। মণ্ডপে প্রবেশের আগে দেখাতে হবে আধার কার্ড। শুধু তাই নয়, প্রত্যেকের কপালে থাকতে হবে তিলক। বিজেপি শাসিত রাজস্থানে এমনই ফতোয়া জারি করল হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ। জানা যাচ্ছে, কোটা শহরের নয়াপুরা, সবজি মাণ্ডি, ঝালাওয়ারের একাধিক স্থানে এই মর্মে একাধিক হোর্ডিং ঝোলানো হয়েছে। এমনকী গরবা অনুষ্ঠানগুলিতে এই নির্দেশিকাগুলি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা, তা নিশ্চিত করার জন্য একটি দলও গঠন করা হয়েছে বজরং দলের তরফে।

Advertisement

কোটার বজরং দলের কো-অর্ডিনেটর নরেশ প্রজাপত বলেন, “বর্তমানে নবরাত্রি যেন ডিস্কোতে পরিণত হয়েছে। লোকজন গরবা অনুষ্ঠানে যাচ্ছেন, সিগারেট খাচ্ছেন এবং অনুপযুক্ত গান বাজাচ্ছেন। এটি দেবীকে উৎসর্গিত কোনও ধর্মীয় অনুষ্ঠান বলে মনে হয় না।” তিনি আরও বলেন, “আমরা চাই অনুষ্ঠানটি সঠিকভাবে করা হোক। অনুষ্ঠানে আরতি করতে হবে। সকলের আধার কার্ড পরীক্ষা করা হবে। এখানে অ-হিন্দুদের প্রবেশাধিকার দেওয়া হবে না।” কোটার বজরং দলের প্রধান মনু সোনু বলেন, “এটি একটি ধর্মীয় অনুষ্ঠান। তাই মহিলাদের উপযুক্ত পোশাক পরা উচিত। আমরা শহরের সমস্ত মণ্ডপে যাব এবং নজরদারি করব। সন্দেহভাজনদের আধার কার্ড চাওয়া হতে পারে।” 

গোটা ঘটনায় রাজ্যের শাসকদলের তীব্র সমালোচনা করেন বিরোধী দলনেতা টিকরাম জুলি। গেরুয়া শিবিরকে নিশানা করে বলেন, “রাজস্থানের আসল সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে বিজেপি। তাদের উচিত বন্যার ত্রাণ, ফসলের ক্ষতি-সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর মনোনিবেশ করা।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ