সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে মাত্র কয়েক ঘণ্টার ছাড়। ফের পাকিস্তানের একাধিক সেলেব্রিটির সোশাল মিডিয়া অ্যাকাউন্ট উধাও হয়ে গেল ভারতে। তাহলে কি পাক সেলিব্রিটিদের উপর ফের নিষেধাজ্ঞা জারি করা হল? জল্পনা নেটদুনিয়ায়।
পহেলগাঁও কাণ্ডের পর থেকে এদেশে নিষিদ্ধ করা হয়েছিল পাক অভিনেতা-অভিনেত্রীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট। নিষিদ্ধ হওয়া তারকা অ্যাকাউন্টের তালিকায় রয়েছেন মাওরা হোসেন, আয়েজা খান, সনম সইদ, মায়া আলি, হানিয়া আমির, ফাওয়াদ খান, ইকরা আজিজ হুসেন-সহ আরও অনেকে। শাহিদ আফ্রিদির মতো ‘ভারত বিরোধী’ ক্রিকেটারদের অ্যাকাউন্টও ছিল ‘ব্লকলিস্টে’। বুধবার বিকালে আচমকা এই সব সেলিব্রিটিদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলি ভারতে দেখা যাচ্ছিল। তাতেই মনে করা হচ্ছিল, সরকার হয়তো পাক সোশাল অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা সরিয়ে দিয়েছে।
কিন্তু বৃহস্পতিবার সকাল পর্যন্ত ফের অ্যাকাউন্টগুলি উধাও হয়ে গিয়েছে। ভারতীয় নেটিজেনরা আর পাক সেলেবদের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন না। হানিয়া আমির, ফাওয়াদ খানদের অ্যাকাউন্ট খুলতে গেলে একটি বার্তা ভেসে আসছে। বলা হচ্ছে, “এই অ্যাকাউন্টটির ভারতে কোনও উপলব্ধ নয়। আমরা আইনি অনুরোধ মেনে এই কনটেন্ট সীমাবদ্ধ করেছি।” অর্থাৎ মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আগের মতোই অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ হয়েছে। যদিও এ বিষয়ে সরকারি কোনও নির্দেশিকা নতুন করে জারি করা হয়নি।
পহেলগাঁও হামলার পর ভারতের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক উসকানিমূলক বিষয়বস্তু প্রচারের অভিযোগে উঠেছিল পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে। ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিয়ো নিউজ, সুনো নিউজ এবং ‘দ্য পাকিস্তান এক্সপেরিয়েন্সে’র মতো চ্যানেলগুলির উপরও নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু সেটাও সম্ভবত হচ্ছে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.