সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ার ট্রোল সংস্কৃতির নিশানায় এবার অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা সুইগি (Swiggy)। কৃষক বিক্ষোভ (Farmers Protest) নিয়ে প্রতিক্রিয়া দিয়ে নেটদুনিয়ার একাংশের রোষানলে বেসরকারি সংস্থা। টুইটারে ট্রেন্ডিং ‘বয়কট সুইগি’ (#BoycottSwiggy) হ্যাশট্যাগ।
ঘটনার সূত্রপাত হয়, ‘নিমো তাই ২.০’ নামের একটি টুইটার (Twitter) প্রোফাইলের টুইটকে কেন্দ্র করে। যাতে ব্যঙ্গ করে লেখা হয়, “কৃষকদের বিক্ষোভ নিয়ে এক ভক্ত বন্ধুর সঙ্গে তর্ক হচ্ছিল। তিনি বললেন, খাবারের জন্য আমরা কৃষকদের উপর নির্ভরশীল নই, আমরা সবসময় সুইগি থেকে অর্ডার করতে পারি। আর তারপর তিনি জিতে গেলেন।” এই টুইটের প্রতিক্রিয়াতেই সুইগির অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়, “দুঃখিত আমরা শিক্ষা ফিরিয়ে দিতে পারি না”।
এই টুইটেই তোলপাড় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। অবিলম্বে সুইগি বয়কট করার ডাক দিয়েছেন অনেকে। কেউ কেউ আবার তার বদলে খাবার অর্ডার করে সংস্থার কর্মীদের হয়রান করার পরামর্শ দিয়েছেন।
Uninstalled Swiggy and requested 10 more people to do the same. Each one of them will request ten people known to them.
— Avishek (@avysheik)
Bhai dekho aisa hai sab Boycott kar doge to bore hojaoge. Instead be a difficult customer and make their lives hell. Lets order and bombard the customer service team with unusual requests.
— Dilliwala Puta Cabron (@seeforgood)
নেটিজেনদের একাংশ আবার পালটা সমালোচনা করে লিখেছেন, মোদি ভক্তরা এবার ‘বয়কট সুইগি’ ট্রেন্ড করবেন। কেউ কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, “প্রথমে জোম্যাটো, তারপর তানিষ্ক, নেটফ্লিক্স আর এবারে সুইগি বয়কটের ডাক দিয়েছেন ভক্তরা। যেভাবে সমস্ত কিছু এগোচ্ছে তাতে মোক্ষ লাভে আর বেশি সময় লাগবে না।”
Savage 😂 Modia bhakts will trend now
— Zoha Khan (@Zohavids)
Bhakt’s boycotted Zomato first, then Tanishq Jewelers, Netflix and now Swiggy.!!
By the way things are going, it seems Nirvana is not far!
— Binoy Xavier (@binoyb4u)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.