Advertisement
Advertisement
Bank Holidays

উৎসবের মাসে ক’দিন বন্ধ ব্যাংক? দেখে নিন অক্টোবরে ব্যাংকের ছুটির তালিকা

অনলাইন ব্যাংকিং ও এটিএম পরিষেবা মিলবে, আশ্বাস কর্তৃপক্ষের।

Banks will be closed for 21 days in October, here is the full list | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 1, 2022 5:42 pm
  • Updated:October 1, 2022 5:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মাসে বহু উৎসব। অক্টোবর (October) মাসে দুর্গাপুজো, নবরাত্রি, দীপাবলি-সহ একাধিক উৎসবের উদযাপন মাতছেন দেশবাসী। এই সময়ে স্কুল-কলেজ, অফিস-কাছারি বন্ধ থাকে। একমাত্র জরুরি পরিষেবা ছাড়া তেমন কাজ হয় না কোনও দপ্তরে। প্রতি মাসেই সপ্তাহান্তে ছুটি বাদ দিয়েও ক্যালেন্ডার অনুযায়ী কাজ বন্ধ থাকে ব্যাংক-সহ নানা জনপরিষেবা ক্ষেত্রে। এই মাসে সেই ছুটি অনেকটাই বেশি। জানা যাচ্ছে, অক্টোবরের ৩১ দিনের মধ্যে ২১ দিনই বন্ধ থাকবে ব্যাংক (Bank holidays)। জেনে নিন কবে কবে মিলবে না ব্যাংকের পরিষেবা।

Advertisement
  • অক্টোবর ২ – গান্ধীজয়ন্তী (Gandhi Birthday) এবং রবিবার। দেশের সমস্ত শহরে ব্যাংক বন্ধ
  • অক্টোবর ৩ থেকে ৬ – দুর্গাপুজো (Durga Puja) উপলক্ষে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, সিকিম, ওড়িশায় বন্ধ ব্যাংক
  • অক্টোবর ৮ – ইদ (Eid) উপলক্ষে ব্যাংক বন্ধ
  • অক্টোবর ৯ – লক্ষ্মীপুজো ও রবিবার, মিলবে না ব্যাংকের পরিষেবা
  • অক্টোবর ১৩ – করবা-চৌথ উপলক্ষে বন্ধ ব্যাংক
  • অক্টোবর ২৪ থেকে ২৭ – কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটা উপলক্ষে তিনদিন ব্যাংক বন্ধ
  • অক্টোবর ৩১ – সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে গুজরাট, বিহার, ঝাড়খণ্ডে বন্ধ ব্যাংক

এর মধ্যে দ্বিতীয় ও চতুর্থ শনি ও রবিবার দেশের কোনও শহরেই মিলবে না ব্যাংক পরিষেবা। সবমিলিয়ে সংখ্যাটা দাঁড়াবে ২১ দিন। অর্থাৎ ৩১ দিনের মধ্যে মাত্র ১০ দিন সমস্ত পরিষেবা পাবেন গ্রাহকরা।

[আরও পড়ুন: ‘বাংলা দুর্নীতিমুক্ত হোক’, EZCC’র পুজো উদ্বোধন করে প্রার্থনা সুকান্ত মজুমদারের]

এতগুলো দিন ব্যাংক বন্ধ থাকায় সমস্যা হতে পারে। তবে চিন্তার কিছু নেই। কর্তৃপক্ষ জানিয়েছে, ই-ব্যাংকিং ও এটিএম (ATM) পরিষেবা পাবেন যে কোনও সময়ে। বাকি যে ক’টি দিন ব্যাংক খোলা, সেসব দিনেও ভিড় এড়াতে গ্রাহকদের প্রতি কর্তৃপক্ষের পরামর্শ, অনলাইন ব্যাংকিংয়ে (Online banking) জোর দেওয়া হোক।

[আরও পড়ুন: দেবীপক্ষে ত্রাতা ২ মহিলা আরপিএফ, মৃত্যুর মুখ থেকে বাঁচালেন যাত্রীর প্রাণ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement