Advertisement
Advertisement
Sharmistha Panoli Arrested

‌বাক স্বাধীনতায় হস্তক্ষেপ! পুণের ধৃত আইন ছাত্রীর মুক্তির দাবিতে সরব বার কাউন্সিল

কী জানাল বার কাউন্সিল অফ ইন্ডিয়া?

Bar Council of India seeks release of arrested influencer
Published by: Subhodeep Mullick
  • Posted:June 2, 2025 1:46 pm
  • Updated:June 2, 2025 3:47 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের প্রশংসা করেত গিয়ে নির্দিষ্ট সম্প্রদায়কে অপমানের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিনি। পুণের সেই আইন ছাত্রী শর্মিষ্ঠা পানোলির মুক্তির দাবিতে এবার সরব হল বার কাউন্সিল অফ ইন্ডিয়া।

Advertisement

শর্মিষ্ঠার গ্রেপ্তারির ((Sharmistha Panoli Arrested)) নিন্দা জানিয়ে বার কাউন্সিলের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ মনন কুমার মিশ্র বলেন, “আমি শর্মিষ্ঠার পাশে আছি। সমাজমাধ্যম থকে মুছে ফেলা একটি ভিডিওর জন্য তাঁর গ্রেপ্তারি বিচার বিভাগের ব্যর্থতাকে প্রতিফলিত করে। শর্মিষ্ঠা তাঁর মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন। এটি দুর্ভাগ্যজনক এবং বাকস্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ।” শর্মিষ্ঠার বিরুদ্ধে আইনি পদক্ষেপকে অমানবিক এবং অন্যায্য বলে অভিহিত করে তিনি বলেন, “স্বচ্ছ শুনানির মাধ্যমে ধৃত ছাত্রীকে অবিলম্বে মুক্তি দিতে হবে।”

উল্লেখ্য, পুণের এই ছাত্রী সোশাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। দেশভক্তি, হিন্দুত্ববাদ নিয়ে বক্তব্য রেখে নানা ধরনের ভিডিও আপলোড করেন তিনি। জানা গিয়েছে, অপারেশন সিঁদুরের প্রশংসা করে তেমনই এক ভিডিওতে নানা কথা বলেছিলেন শর্মিষ্ঠা। কিন্তু তারই মধ্যে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিশানা করেন তিনি। অভিযোগ, যথেষ্ট আপত্তিকর এবং অসম্মান জনক মন্তব্য করেন। পরে ভিডিওটি ডিলিট করে দিলেও ততক্ষণে তা দেখে ফেলেছে নেটিজেনদের একটা বড় অংশ। শুরু হয়ে যায় তীব্র বিতর্ক। কলকাতার এক থানায় শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। পরে এফআইআর দায়ের হয়।

প্রথমে শর্মিষ্ঠাকে একাধিকবার আইনি নোটিস পাঠানোর চেষ্টা করেও লাভ হয়নি। কারণ সপরিবারে নিজেদের ঠিকানা ছেড়ে তাঁরা পালিয়েছিলেন বলেই অভিযোগ ওঠে। তবে পরে আদালত ওয়ারেন্ট ইস্যু করলে শেষমেশ গুরুগ্রামে গিয়ে শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। ভিডিওটি ডিলিট করে নিজের আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন শর্মিষ্ঠা। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি নিঃশর্ত ক্ষমা চাইছি। নিজের ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়েছিলাম। কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত করতে চাইনি। তাই কারও ভাবাবেগে আঘাত লেগে থাকলে আমি দুঃখিত। এরপর থেকে আরও সতর্ক হয়ে কোনও পোস্ট করব।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ