Advertisement
Advertisement
IndiGo

দরজা আটকে একঝাঁক মৌমাছি, একঘণ্টা পর টেক অফ করল ইন্ডিগোর বিমান

দেখুন ঘটনার সময়ের ভাইরাল ভিডিও।

Bee Swarm Disrupts IndiGo Flight Ops At Surat Airport
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 8, 2025 4:21 pm
  • Updated:July 8, 2025 4:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উড়ানের কিছুক্ষণ আগেই বিপত্তি! তবে এবার যান্ত্রিক গোলোযোগ বা অন্য কোনও সমস্যা নয়। বরং একঝাঁক মৌমাছি আটকে দিল বিমানের টেক অফ। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে সুরাট বিমানবন্দরে। জয়পুরগামী ইন্ডিগোর বিমানে এমন ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।

Advertisement

জানা গিয়েছে, সোমবার বিকাল ৪ টা ২০ নাগাদ টেক অফ করার কথা ছিল ইন্ডিগোর 6E-7267 বিমানটির। যাত্রীরাও বিমানের মধ্যে উঠে গিয়েছিলেন। লাগেজ ওঠানোর কাজ চলছিল। সেই সময় মৌমাছির ঝাঁক লাগেজ ওঠানোর দরজা ঘিরে ধরে। ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ানোর চেষ্টা করলেও লাভের লাভ কিছু হয়নি। অবশেষে বিমানবন্দরের দমকল বাহিনীকে ডাকা হয়। দমকর্মীরা এসে জল স্প্রে করে মৌমাছির ঝাঁককে তাড়াতে সক্ষম হন। এতকিছুর মাঝে প্রায় একঘণ্টা দাঁড়িয়ে থাকে বিমানটি। ভিতরেই বসে থাকেন যাত্রীরা। সবকিছু ঠিক হওয়ার পর ৫টা ২৬ নাগাদ টেক অফ করে বিমানটি।

বিষয়টি নিয়ে বলতে গিয়ে ইন্ডিগোর এক মুখপাত্র জানিয়েছেন, মৌমাছির জন্য সুরাট-জয়পুরগামী ফ্লাইট ছাড়তে দেরি হয়েছিল। মৌমাছি তাড়ানোর পরই বিমানটিকে টেক অফের অনুমতি দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষার সময় মৌমাছির উৎপাত দেখা যায়। তবে এর আগে মৌমাছির জন্য বিমান ওঠানামায় কোনও সমস্যা হয়নি। এদিকে এমন আজব ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নানা জন নানা কথা বলতে শুরু করেছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement