Advertisement
Advertisement
Uttar Pradesh

উত্তরপ্রদেশের থানায় হেনস্তার শিকার বাংলার তরুণী! প্রশ্নের মুখে যোগী প্রশাসন

বাধ্য হয়ে কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ হন তরুণী।

Bengali girl faces harassment in a police station at Uttar Pradesh
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 5, 2025 9:13 am
  • Updated:September 5, 2025 2:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুবিচারের আশায় থানায় গিয়ে যোগী রাজ্যে পুলিশি হেনস্তার শিকার বাংলার তরুণী! বাধ্য হয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালের দ্বারস্থ হন তিনি। বিষয়টা জানামাত্রই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লেখেন কেন্দ্রীয় মন্ত্রী। দ্রুত হস্তক্ষেপের কথা বলেন। এই ঘটনায় প্রশ্নের মুখে ডবল ইঞ্জিন সরকার, যোগী প্রশাসনের ভূমিকা।

Advertisement

অভিযোগকারী তরুণী বাংলার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা। থাকতেন উত্তরপ্রদেশে। সম্প্রতি সমস্যার সম্মুখীন হন তিনি। সুবিচারের আশায় উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের কাটকা থানার দ্বারস্থ হন। অভিযোগ, এফআইআর নথিভুক্ত করা হয়নি। উলটে কাটকা থানার এক আধিকারিক তাঁকে নিগ্রহ করে বলে অভিযোগ। এরপর জেলায় পুলিশ সুপার থেকে শুরু মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হলেও সহযোগিতা মেলেনি বলেই দাবি তাঁর। এরপর বাধ্য হয়ে সুবিচার পেতে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালের দ্বারস্থ হন তরুণী।

নিগৃহীতার কাছে গোটা বিষয়টা শুনে রীতিমতো স্তম্ভিত কেন্দ্রীয় মন্ত্রী। সঙ্গে সঙ্গে বিষয়টা জানিয়ে যোগী আদিত্যনাথকে চিঠি লেখেন তিনি। অবিলম্বে পদক্ষেপের কথা বলেন তিনি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে সর্বদা শোনা যায় নারী ক্ষমতায়নের কথা। তা সত্ত্বেও বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যোগী রাজ্যে এভাবে মহিলা হেনস্তায় প্রশ্নের মুখে ডবল ইঞ্জিন সরকারের ভূমিকা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement