সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওলা অটো বুক করেছিলেন দুজন মহিলা। কিন্তু তার পর সেটি ক্যানসেল করে দিয়েছিলেন। ফল হল অভাবনীয়। অটো চালক গালাগালি তো করলেনই। শেষমেশ একজনকে চড়ও মারলেন! এমনই অভিযোগ বেঙ্গালুরুর এক অটো চালকের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দায়ের হলে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, ওলা অটো পরিষেবা পেতে একটি অটো বুক করেন দুই মহিলা যাত্রী। কিন্তু একেবারে শেষমুহূর্তে রাইডটি ক্যানসেল করে দেন তাঁরা। অভিযোগ, এর পরই মেজাজ হারান ওই অটো চালক। তিনি পিছু নেন দুজনের। তার পর তাঁদের উদ্দেশে চেঁচিয়ে গালাগালি দিতে থাকেন। কুমন্তব্যও করেন। একজন মহিলা ঘটনাটির ভিডিও করতে থাকেন নিজের ফোনে। সেটা নজরে আসতেই অভিযুক্ত চেষ্টা করেন ফোনটি কেড়ে নিতে। আর তার পরই চড় মারেন ওই মহিলাকে।
,
Is this acceptable behavior of Auto driver? Harassing female passenger!
It’s becoming difficult for women to venture out alone in
— Citizens Movement, East Bengaluru (@east_bengaluru)
অভিযোগকারিণীদের দাবি, পুরো বিষয়টিই তাঁরা ওলা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু তাতে ফল হয়নি। কেবলমাত্র স্বয়ংক্রিয় একটি রিপ্লাই পাঠানো ছাড়া ওলা নাকি কোনও প্রতিক্রিয়াই জানায়নি। কিন্তু ঘটনার ভিডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। পুলিশ বিষয়টি জানতে পারার পর মামলা রুজু করেছে। এবং গ্রেপ্তারও করেছে অভিযুক্ত অটো চালককে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.