Advertisement
Advertisement
Goa

লুকিয়ে বিয়ে সারতে গোয়ায় যুগল, প্রেমিকাকে খুন করে জঙ্গলে ফেলল তরুণ!

২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার অভিযুক্ত!

Bengaluru couple travel to Goa to get married, he kills her there

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:June 18, 2025 11:04 am
  • Updated:June 18, 2025 11:04 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ায় বিয়ে করতে গিয়েছিলেন যুগল। কিন্তু তারপরই বচসা। এবং তারই জেরে প্রেমিকাকে খুন করে দেহ জঙ্গলে ছুড়ে ফেলে দিলেন প্রেমিক। এমনই অভিযোগে চাঞ্চল্য এলাকায়। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে বলে জানাচ্ছেন তদন্তকারীরা।

Advertisement

পুলিশ জানাচ্ছে ২২ বছরের সঞ্জয় কেভিন এমের সঙ্গে গোয়া বেড়াতে যান সমবয়সি রোশনি মোসেস এম। তাঁরা দু’জনই বেঙ্গালুরুর বাসিন্দা। একই এলাকায় বাড়ি তাঁদের। লুকিয়ে বিয়ে করতেই গোয়ায় হাজির হন ওই যুগল। অভিযোগ, প্রতাপনগরের জঙ্গলে ঘেরা এলাকায় প্রেমিকাকে গলা কেটে খুন করে দেহটি জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যান সঞ্জয়।

পুলিশের অনুমান, বিয়ে করতেই এখানে এসেছিলেন যুগল। কিন্তু আচমকাই বচসা শুরু হয় তাঁদের মধ্যে। মনে করা হচ্ছে, বিয়ে করা নিয়েই ঝগড়া লাগে। এরপর সেই ঝগড়া এমন পর্যায়ে পৌঁছয় যে, রোশনির গলা কেটে তাঁকে খুন করে দেহটি ফেলে পালিয়ে যান সঞ্জয়।

গত সোমবার রোশনির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ তদন্ত শুরু করে। আর শেষপর্যন্ত সন্ধান মেলে সঞ্জয়ের। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ