Advertisement
Advertisement
Bengaluru

মদ খেয়ে অন্য রাস্তায় নিয়ে যাচ্ছিল চালক, বাঁচতে চলন্ত অটো থেকে ঝাঁপ মহিলার!

অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করেছে বেঙ্গালুরু পুলিশ।

Bengaluru Woman Jumped Out Of Moving Auto To Save Herself From Drunk Driver

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 3, 2025 9:24 pm
  • Updated:January 3, 2025 9:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত হয়ে গিয়েছিল। তাই কোথাও কিছু না পেয়ে একটি অ্যাপে অটো বুক করেছিলেন বেঙ্গালুরুর এক মহিলা। কিন্তু অভিযোগ, ওই অটো চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁকে অন্য নিয়ে যাচ্ছিলেন অন্য রাস্তায়। তাই নিজেকে বাঁচাতে চলন্ত অটো থেকেই ঝাঁপ দেন ওই মহিলা। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্বামী।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ‘নম্মো যাত্রী’ অ্যাপে অটো বুক করেছিলেন মহিলা। তাঁর গন্তব্য ছিল হোরামভু থেকে থানিসান্দ্রা। অভিযোগ,হেব্বাল এলাকায় পৌঁছতেই অটো অন্য দিকে ঘুরিয়ে নেন মদ্যপ চালক। তাঁকে বারবার বলা হলেও কর্ণপাত করেননি। চালকের আচরণও মোটেই সুবিধের লাগেনি ওই মহিলার। এই পরিস্থিতিতে কোনও উপায় না পেয়ে নিজেকে বাঁচাতে চলন্ত অটো থেকেই ঝাঁপ দেন তিনি। শরীরের বিভিন্ন জায়গায় বেশ চোট লাগে তাঁর। স্বামীর সঙ্গে যোগাযোগ করে কোনওরকমে বাড়ি ফেরেন তিনি। 

এই ঘটনার পর সঙ্গে সঙ্গে অভিযোগ জানানোর জন্য ‘নম্মো যাত্রী’ অ্যাপে যোগাযোগ করেন মহিলার স্বামী। কিন্তু ওই অ্যাপের তরফে প্রথমে কোনও সহযোগিতা করা হয়নি। উলটে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে বলা হয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন আক্রান্ত মহিলা ও তাঁর স্বামী। আজ শুক্রবার গোটা ঘটনা তাঁরা এক্স হ্যান্ডেলে তুলে ধরেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মহিলাদের নিরাপত্তা নিয়ে। কারণ অনেককেই নানা সময়ে এই ধরনের অ্যাপের উপর নির্ভর করতে হয়। তবে অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করেছে বেঙ্গালুরু পুলিশ। শুরু হয়েছে তদন্তও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ