সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সর্দারজি ৩’ বিতর্কে চূড়ান্ত বিপাকে অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। ভারতীয়দের ভাবাবেগে তিনি আঘাত করেছেন বলেই অভিযোগ। তাঁর ছবিতে পাক অভিনেত্রী হানিয়া অভিনয় করেছেন। সেই কারণেই বিতর্ক। এবার তাঁর পাশে দাঁড়ালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। শুক্রবার বিধানসভায় এই বিতর্ক উত্থাপিত হলে মুখ খোলেন তিনি। হুঁশিয়ারি দেন, ”আমাদের সঙ্গে এই সব গেম খেলবেন না।”
মোদি সরকারকে আক্রমণ করে ভগবন্ত মানকে বলতে শোনা যায়, ”আমরা (ভারত ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ) একই সংস্কৃতি বহন করি। একই ভাষায় কথাও বলি। ওরা পাঞ্জাবিতে কথা বলে, আমরাও তাই। আপনারা এখন বলছেন দিলজিতের ছবি রিলিজ হতে দেবেন না। ওঁকে ‘গদ্দার’ বলছেন কখনও, আবার কখনও ‘সর্দার’ বলছেন! অবাক করা ব্যাপার, আপনারা দেশভক্তির সার্টিফিকেট দিচ্ছেন। প্লিজ, এই গেম খেলবেন না। আমরা বিরক্ত হচ্ছি।”
প্রসঙ্গত, দিলজিৎকে এর আগে আত্মপক্ষ সমর্থনে বলতে শোনা গিয়েছে, “যখন এই ছবিটি তৈরি হয়েছে তখন পরিস্থিতি ঠিকই ছিল। ফেব্রুয়ারি মাসে শুটিং হয়েছিল। সেই সময় সব ঠিক ছিল। তারপর পরিস্থিতি বদলে যায়। ছবি তৈরিতে প্রযোজকের অনেক টাকা খরচ হয়েছে। ঠিক করেছেন ভারতে মুক্তি না পেলে, বিশ্বের অন্যত্র হবে। আর্থিক ক্ষতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন প্রযোজক।” অভিনেতা বারবারই বলেন, “এখন পরিস্থিতি আমাদের হাতে নেই। সুতরাং যদি প্রযোজক চান ভারতের বাইরে ছবির রিলিজ হবে, তাহলে পূর্ণ সমর্থন করি।”
এদিকে সম্প্রতি বারবার কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে ভগবন্তকে। এক জনসভায় তিনি বলেন, ”প্রধানমন্ত্রী কোথায় যেন গিয়েছিলেন। আমার মনে হয় ঘানায়। উনি ১৪০ কোটি মানুষের দেশে থাকছেন না। ১০ হাজার জনসংখ্যার দেশে গিয়ে সর্বোচ্চ সম্মান পাচ্ছেন।” তাঁর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে কেন্দ্র। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ”গ্লোবাল সাউথের বন্ধুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে এক উচ্চপদস্থ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কিছু মন্তব্য আমাদের চোখে পড়েছে। এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং দুঃখজনক। কোনও রাষ্ট্রীয় প্রতিনিধির পক্ষে শোভনীয়ও নয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.