সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann)। তাঁর কটাক্ষ, মোদি (PM Modi) বিনা নিমন্ত্রণে পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খেয়ে এসেছিলেন। তিনি প্রতিবেশী দেশে যেতে পারেন স্বচ্ছন্দে, অথচ সাধারণ ভারতীয়দের যাওয়ার অধিকার নেই। এমনই অভিযোগ তুলে আপ নেতার প্রশ্ন, ”আমাদের কি মোদিকে দেশের বিদেশ নীতি জানতে চাওয়ার অধিকার নেই?”
এক জনসভায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেছিলেন, ”প্রধানমন্ত্রী কোথায় যেন গিয়েছিলেন। আমার মনে হয় ঘানায়। উনি ১৪০ কোটি মানুষের দেশে থাকছেন না। ১০ হাজার জনসংখ্যার দেশে গিয়ে সর্বোচ্চ সম্মান পাচ্ছেন।” তাঁর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে কেন্দ্র। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ”গ্লোবাল সাউথের বন্ধুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে এক উচ্চপদস্থ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কিছু মন্তব্য আমাদের চোখে পড়েছে। এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং দুঃখজনক। কোনও রাষ্ট্রীয় প্রতিনিধির পক্ষে শোভনীয়ও নয়।”
কেন্দ্রের সমালোচনার জবাব দিয়েছেন ভগবন্ত মান। মোদির ২০১৫ সালে পাকিস্তানে যাওয়ার প্রসঙ্গ তুলে তাঁর খোঁচা, ”প্রধানমন্ত্রী নানা দেশে যান। এমনকী, তিনি পাকিস্তানেও গিয়েছিলেন বিনা নিমন্ত্রণে, বিরিয়ানি খেতে। আমরা পাকিস্তানে যেতে পারি না, প্রধানমন্ত্রী পারেন।” সেই সঙ্গেই তাঁর প্রশ্ন, ”আমাদের কি প্রধানমন্ত্রীর কাছে দেশের বিদেশ নীতি জানতে চাওয়ার অধিকার নেই?”
সম্প্রতি একাধিক দেশে গিয়েছিলেন মোদি। গত ২ থেকে ৯ জুলাই পর্যন্ত ছিল তাঁর সফর। ৬ এবং ৭ জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত হওয়া ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেদেশে পৌঁছন তিনি। তার আগে ঘানা, ত্রিনিদাদ ও টোবাগ্যো এবং আর্জেন্টিনায় যান তিনি। ফেরার পথে যান নামিবিয়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.