সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৯ বছর আগের একদিন। আকাশে বাতাসে ছড়িয়ে গিয়েছিল মৃত্যুগন্ধ। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপাল গ্যাস দুর্ঘটনার (Bhopal Gas Tragedy) সেই বীভৎসতা আজও দগদগে। রবিবার দুর্ঘটনার বর্ষপূর্তিতে এক্স হ্যান্ডলে পোস্ট করলেন মধ্যপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। ভোপাল গ্যাস দুর্ঘটনায় হাত শিবিরকে বার বারই কাঠগড়ায় তুলেছে অন্য দলগুলি। কাকতালীয় ভাবে এদিনই রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। আর ট্রেন্ড অনুযায়ী, সেখানে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস।
এদিন শিবরাজ সিং চৌহান টুইটারে লিখেছেন, ‘ভোপাল গ্যাস দুর্ঘটনা আমাদের কাছ থেকে অনেক মূল্যবান জীবন কেড়ে নিয়েছে। সবচেয়ে ভয়াবহ এই ট্র্যাজেডিতে যাঁরা অকালে প্রাণ হারিয়েছেন তাঁদের সবাইকে আমি আমার অশ্রুসিক্ত শ্রদ্ধা জানাই। ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা, এমন অন্ধকার রাতের পুনরাবৃত্তি যেন আর না হয় এবং সমাজকে যেন কখনও এমন ভয়াবহ ট্র্যাজেডির সম্মুখীন হতে না হয়।’
भोपाल गैस त्रासदी ने कई अनमोल जिंदगियों को हमसे छीना है। इस भीषणतम त्रासदी में असमय प्राण गंवाने वाले सभी दिवंगतों को अश्रुपूरित श्रद्धांजलि अर्पित करता हूं।
ईश्वर से यही प्रार्थना है कि ऐसी काली रात की पुनरावृति फिर कभी न हो और समाज को कभी इस तरह की भयावह त्रासदी का सामना न…
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj)
সর্বকালের সবচেয়ে ভয়ংকর শিল্প বিপর্যয়ের বর্ষপূর্তির দিনই ভোটযুদ্ধে বেকায়দায় কংগ্রেস। উল্লেখ্য, ১৯৮৪ সালে এই দুর্ঘটনার সময় রাজ্যে ক্ষমতায় ছিল হাত শিবিরই। তৎকালীন মুখ্যমন্ত্রী অর্জুন সিং ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, দুর্ঘটনার আসল ‘কালপ্রিট’ মার্কিন সংস্থা ইউনিয়ন কার্বাইডের মালিকদের স্বার্থ দেখার। আর এদিনই রাজ্যের নির্বাচনে কংগ্রেসকে বহু পিছনে ফেলে দিল বিজেপি। এই ট্রেন্ড বজায় থাকলে শিবরাজের ফের মসনদে বসা স্রেফ সময়ের অপেক্ষা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.