Advertisement
Advertisement
Bhopal

ভোপাল দুর্ঘটনার বর্ষপূর্তির দিনই মধ্যপ্রদেশে জয়জয়কার শিবরাজদের

দুর্ঘটনায় প্রয়াতদের শ্রদ্ধা জানিয়েছেন শিবরাজ।

Bhopal Gas Tragedy: MP CM pays tribute to victims anniversary। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 3, 2023 2:35 pm
  • Updated:December 3, 2023 2:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৯ বছর আগের একদিন। আকাশে বাতাসে ছড়িয়ে গিয়েছিল মৃত্যুগন্ধ। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপাল গ্যাস দুর্ঘটনার (Bhopal Gas Tragedy) সেই বীভৎসতা আজও দগদগে। রবিবার দুর্ঘটনার বর্ষপূর্তিতে এক্স হ্যান্ডলে পোস্ট করলেন মধ্যপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। ভোপাল গ্যাস দুর্ঘটনায় হাত শিবিরকে বার বারই কাঠগড়ায় তুলেছে অন্য দলগুলি। কাকতালীয় ভাবে এদিনই রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। আর ট্রেন্ড অনুযায়ী, সেখানে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস।

Advertisement

এদিন শিবরাজ সিং চৌহান টুইটারে লিখেছেন, ‘ভোপাল গ্যাস দুর্ঘটনা আমাদের কাছ থেকে অনেক মূল্যবান জীবন কেড়ে নিয়েছে। সবচেয়ে ভয়াবহ এই ট্র্যাজেডিতে যাঁরা অকালে প্রাণ হারিয়েছেন তাঁদের সবাইকে আমি আমার অশ্রুসিক্ত শ্রদ্ধা জানাই। ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা, এমন অন্ধকার রাতের পুনরাবৃত্তি যেন আর না হয় এবং সমাজকে যেন কখনও এমন ভয়াবহ ট্র্যাজেডির সম্মুখীন হতে না হয়।’

[আরও পড়ুন: স্ত্রীর কান ছিঁড়ে ‘অত্যাচার’, থানায় অভিযোগ জানানোয় শ্বশুরবাড়িতে আগুন লাগাল জামাই]

সর্বকালের সবচেয়ে ভয়ংকর শিল্প বিপর্যয়ের বর্ষপূর্তির দিনই ভোটযুদ্ধে বেকায়দায় কংগ্রেস। উল্লেখ্য, ১৯৮৪ সালে এই দুর্ঘটনার সময় রাজ্যে ক্ষমতায় ছিল হাত শিবিরই। তৎকালীন মুখ্যমন্ত্রী অর্জুন সিং ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, দুর্ঘটনার আসল ‘কালপ্রিট’ মার্কিন সংস্থা ইউনিয়ন কার্বাইডের মালিকদের স্বার্থ দেখার। আর এদিনই রাজ্যের নির্বাচনে কংগ্রেসকে বহু পিছনে ফেলে দিল বিজেপি। এই ট্রেন্ড বজায় থাকলে শিবরাজের ফের মসনদে বসা স্রেফ সময়ের অপেক্ষা।

[আরও পড়ুন: মানসিক অবসাদের জের! বাইপাসের ধারে আত্মঘাতী বৃদ্ধ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement