Advertisement
Advertisement
Student

বারাণসীতে ক্যাম্পাসের ভিতরেই ছাত্রীর শ্লীলতাহানি! গ্রেপ্তার ৩ অভিযুক্ত

ঘটনাটিকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস চত্বর।

BHU student harassed, her friends thrashed while returning from library
Published by: Subhodeep Mullick
  • Posted:August 13, 2025 8:25 pm
  • Updated:August 13, 2025 8:30 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাম্পাসের ভিতরেই এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বারাণসীতে। শুধু তাই নয়, প্রতিবাদ করতে এলে তাঁর বন্ধুদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে রাতের বেলায় ওই ছাত্রী এবং তাঁর তিন বন্ধু লাইব্রেরি থেকে হস্টেলে ফিরছিলেন। সেই সময় বাইকে করে তিন যুবক তাঁদের পিছু নেয়। অভিযোগ, রাতের শুনশান ক্যাম্পাসে ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন তাঁরা। বাধা দিয়ে গেলে তরুণীর তিন বন্ধুকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এরপর ছাত্রীর চিৎকারে তাঁরা সেখান থেকে চম্পট দেয়। পর দিন গোটা ঘটনাটি তিনি কলেজের একটি বিশেষ কমিটিতে জানান এবং অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে ক্যাম্পাসে পৌঁছয় পুলিশ। শুরু হয় তদন্ত। খতিয়ে দেখা হয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ। তারপরই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস চত্বর।

পুলিশ আধিকারিক গৌরব বনসাল বলেন, “অভিযুক্তদের ক্যাম্পাসের পিছনের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। তবে এখনও তদন্ত শেষ হয়নি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ